মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে রিট রক্ষকে ভক্ষক, তাই উন্নয়ন হয় না গ্রামীণ জনজীবনে, উন্নয়ন কাগজে ও কলমে দেশ ও সাধারণ মানুষের স্বার্থে কাজ করতে হবে: ড. ইউনূস মোহাম্মদপুর তুরাগ হাউজিংয়ের মাদক সম্রাজ্ঞী আসমা গংদের বেপরোয়া মাদক বানিজ্য দেখার কেউ নেই! :পর্ব -১ আমরা গণতন্ত্রে বিশ্বাসি বিএনপি নেতা আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া মির্জাগঞ্জে কৃষকলীগ নেতার বিরুদ্ধে প্রতারনার অভিযোগ রাজধানী ভাষানটেকে আগুন: ফায়ার সর্ভিসের ২ ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে চার মাস দায়িত্ব পালনকালে সেনাবাহিনীর ১২৩ সদস্য হতাহত নওগাঁর নিতপুরে কীটনাশক প্রয়োগে তিন লক্ষাধীক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা ঈশ্বরদী টিভি রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি চ‍্যানেল এস এর বায়েজিদ, সম্পাদক বিজয় টিভির সবুজ
ক্ষমা চাইলেন রুবেল; সান্ত্বনা দিলেন সবাই

ক্ষমা চাইলেন রুবেল; সান্ত্বনা দিলেন সবাই

আরো একটি ফাইনাল। আরো একটি আবেগের হারের স্বাদ নিল বাংলাদেশ। নিদাহাস ট্রফির ফাইনালে ভারতের কাছে ৪ উইকেটের এই পরাজয়ের পর বেশির ভাগ মানুষই একরকম জয়ী ঘোষণা করেছেন সাকিবদের। আসলে দুর্দান্ত পারফর্মেন্সে সবার মন জিতে নিয়েছে টাইগাররা। তাই ম্যাচ শেষে সোশাল সাইটে রুবেল হোসেন ক্ষমা চাইলেও তার প্রতি সহানুভূতিশীল হলেন সবাই।

ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে রুবেল লেখেন, ‘ম্যাচ শেষ হওয়ার পর থেকেই খুব খারাপ লাগছে। সত্যি বলতে আমি কখনোই ভাবিনি আমার কারণে বাংলাদেশ দল জয়ের এত কাছে এসেও ম্যাচ থেকে এভাবে ছিটকে যাবে। সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী। আমাকে ক্ষমা করে দিয়েন সবাই।’

১৯তম ওভারে এই রুবেলের দেওয়া ২২ রানেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। কিন্তু এই রুবেলই তো বাংলাদেশকে স্লগ ওভারে কত জয় এনে দিয়েছেন। তার এই অবদানের কথা সমর্থকরা ভোলেননি। তাই রুবেলের পোস্টে বয়ে গেল সহানুভূতির জোয়ার। সবাই সান্ত্বনা দিলেন রুবেলকে। বললেন, ‘নো প্রবলেম, আবার হবে’।

আরিয়ান সামি লিখেছেন, ‘সামনে অনেক সুযোগ আসবে, আজ তো বুক চেপে ধরেছিলেন, একদিন মেরেই ফেলবেন ইনশাল্লাহ। আর সেটা আপনার কাছ থেকেই আসবে ইনশাল্লাহ।’

ফাতিন আহমেদ রাশা লিখেছেন, ‘বাংলাদেশের শেষ ওভারগুলার ভরসা কিন্তু আপনিই। একটা ট্রাই নেশন কাপই তো!!! ইনশাল্লাহ সামনের বিশ্বকাপ বাংলাদেশ ঘরে তুলবে আপনার হাত ধরেই।’

ওয়াহাব আমির নামে একজন লিখেছেন, ‘রুবেল ভাই, জাস্ট কুল ডাউন! সবকিছু ঠিক আছে! কিচ্ছু হয়নি! খেলায় এমনটা হতেই পারে। এবার লাক আমাদের সাথে ছিল না, কিন্তু সামনে থাকবে! তা ছাড়া আমরা শুধুমাত্র ম্যাচটাই হারছি, বাকি সবদিক থেকে কিন্তু আবার আমরাই জিতছি। জাস্ট কুল ডাউন ভাই! ওই রকম কঠিন সিচুয়েশনে একটা বোলার এবং ব্যাটসম্যান যে কি পরিমাণ প্রেশারে থাকে সেটা বাইর থেকে ফিল করা মুশকিল! আপনি ভাই আপনার খেলা চালিয়ে যান। আমরা সব সময় আপনার সাথে, তথা পুরো বাংলাদেশ দলের সাথে আছি, পাশে আছি!’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com