শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিকের মোটরসাইকেল চুরি: নিরাপত্তাহীনতায় সাংবাদিক সমাজ, প্রশ্নবিদ্ধ আইনশৃঙ্খলা পরিস্থিতি কাঠালিয়ায় মিথ্যা মামলা থেকে অব্যাহতি পাওয়ার দাবিতে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন পটুয়াখালীর মির্জাগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত বিয়ে করতে রাজি না হওয়ায় পিটিয়ে প্রেমিকের হাত-পা ভাঙলেন তরুণী এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখানো হলো মেঘনা আলমকে সারা দেশে বজ্রবৃষ্টি, সতর্ক করল আবহাওয়া অফিস বিয়ের নামে প্রতারণা, নিঃস্ব প্রবাসী নতুন দায়িত্ব পেলেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন গুলশানে স্পা’র আড়ালে শাহ আলম ও দালাল আলাউদ্দিনের দেহ ব্যবসা
ক্ষমা চাইলেন রুবেল; সান্ত্বনা দিলেন সবাই

ক্ষমা চাইলেন রুবেল; সান্ত্বনা দিলেন সবাই

আরো একটি ফাইনাল। আরো একটি আবেগের হারের স্বাদ নিল বাংলাদেশ। নিদাহাস ট্রফির ফাইনালে ভারতের কাছে ৪ উইকেটের এই পরাজয়ের পর বেশির ভাগ মানুষই একরকম জয়ী ঘোষণা করেছেন সাকিবদের। আসলে দুর্দান্ত পারফর্মেন্সে সবার মন জিতে নিয়েছে টাইগাররা। তাই ম্যাচ শেষে সোশাল সাইটে রুবেল হোসেন ক্ষমা চাইলেও তার প্রতি সহানুভূতিশীল হলেন সবাই।

ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে রুবেল লেখেন, ‘ম্যাচ শেষ হওয়ার পর থেকেই খুব খারাপ লাগছে। সত্যি বলতে আমি কখনোই ভাবিনি আমার কারণে বাংলাদেশ দল জয়ের এত কাছে এসেও ম্যাচ থেকে এভাবে ছিটকে যাবে। সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী। আমাকে ক্ষমা করে দিয়েন সবাই।’

১৯তম ওভারে এই রুবেলের দেওয়া ২২ রানেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। কিন্তু এই রুবেলই তো বাংলাদেশকে স্লগ ওভারে কত জয় এনে দিয়েছেন। তার এই অবদানের কথা সমর্থকরা ভোলেননি। তাই রুবেলের পোস্টে বয়ে গেল সহানুভূতির জোয়ার। সবাই সান্ত্বনা দিলেন রুবেলকে। বললেন, ‘নো প্রবলেম, আবার হবে’।

আরিয়ান সামি লিখেছেন, ‘সামনে অনেক সুযোগ আসবে, আজ তো বুক চেপে ধরেছিলেন, একদিন মেরেই ফেলবেন ইনশাল্লাহ। আর সেটা আপনার কাছ থেকেই আসবে ইনশাল্লাহ।’

ফাতিন আহমেদ রাশা লিখেছেন, ‘বাংলাদেশের শেষ ওভারগুলার ভরসা কিন্তু আপনিই। একটা ট্রাই নেশন কাপই তো!!! ইনশাল্লাহ সামনের বিশ্বকাপ বাংলাদেশ ঘরে তুলবে আপনার হাত ধরেই।’

ওয়াহাব আমির নামে একজন লিখেছেন, ‘রুবেল ভাই, জাস্ট কুল ডাউন! সবকিছু ঠিক আছে! কিচ্ছু হয়নি! খেলায় এমনটা হতেই পারে। এবার লাক আমাদের সাথে ছিল না, কিন্তু সামনে থাকবে! তা ছাড়া আমরা শুধুমাত্র ম্যাচটাই হারছি, বাকি সবদিক থেকে কিন্তু আবার আমরাই জিতছি। জাস্ট কুল ডাউন ভাই! ওই রকম কঠিন সিচুয়েশনে একটা বোলার এবং ব্যাটসম্যান যে কি পরিমাণ প্রেশারে থাকে সেটা বাইর থেকে ফিল করা মুশকিল! আপনি ভাই আপনার খেলা চালিয়ে যান। আমরা সব সময় আপনার সাথে, তথা পুরো বাংলাদেশ দলের সাথে আছি, পাশে আছি!’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com