শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:৫৬ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক : সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুক লাইভে এসে বিয়ের জন্য পাত্রী খুঁজছেন বলে জানান আলোচিত অভিনেত্রী শাহ হুমায়রা সুবহা। জানান, বিয়ের জন্য ভালো পাত্র খুঁজছেন। ভালো পাত্র পেলে বিয়ে করবেন। এভাবে বিয়ে করে আর ফেঁসে যেতে চান না বলেও জানান তিনি।
এবার সুবহা মানুষের দেয়া আঘাত, অন্যায় ও অন্যের হক নষ্ট করার বিষয়ে কথা বললেন। বৃহস্পতিবার (২ মার্চ) ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি জানান, কাউকে কষ্ট দিয়ে দুনিয়াতে কেউ ভালো থাকতে পারে না। কাউকে অভিশাপও দিতে হয় না, মানুষের হা নিঃশ্বাসই যথেষ্ট। এছাড়া মৃত্যুর আগে মানুষের হক না মেরে আল্লাহকে স্মরণ করতে এবং ভালো হয়ে থাকার কথাও বলেন।
সুবহা বলেন, ‘কেন যেন নিজের মনের অজান্তেই কিছু কথা লিখতে ইচ্ছা করল। আমাকে যাদের জন্য চোখের পানি ফেলতে হয়েছে, ছোট হতে হয়েছে, তাদেরকেও দেখছি ছোট হতে। কিছু কিছু ঘটনাক্রমে আরও দেখব ইনশাল্লাহ। কারমা কখনো কাউকে ছাড়ে না।’
তিনি বলেন, ‘সাময়িক জীবনযাপনের জন্য কাউকে কেউ কষ্ট দিয়ে দুনিয়াতে ভালো থাকতে পারে না। দুনিয়াটা গোল, আজ হোক কাল হোক, নিজেকে দিয়ে হোক, বউ-বাচ্চা দিয়ে হোক, ছেলে-মেয়ে বা বাপ-মা দিয়ে হোক কিংবা ভাই-বোন দিয়ে হোক, শোধ হবেই হিসাবটা।’
‘অভিশাপ দিতে হয় না, মানুষের হা নিঃশ্বাসটাই যথেষ্ট। আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত অন্যায়ের হিসাব সূক্ষ্মভাবে করেন না, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তিকে তুলে নেন না। আর কিছু কিছু বয়স্ক ব্যক্তিকে দেখলে মনে হয় টাকা আর ক্ষমতার জোরে বেঁচে থাকবে ৫০০ বছর। জি, আপনাদেরকেই বলছি। একদিন বিছানায় পড়তে হবে আর হিসাব শেষ হয়ে গেলে মরেও যেতে হবে।’
তিনি আরও বলেন, “বয়স কিন্তু অনেক হয়েছে। মজা মাস্তি বাদ দিয়ে এক পা কবরে তো দেয়া আছে। মরার আগে মানুষকে কষ্ট না দিয়ে মানুষের হক না মেরে, একটু আল্লাহকে স্মরণ করুন এবং ভালো হয়ে থাকুন। টাকা আছে হজ করছি আর আল্লাহ মাফ করে দিলো! এত সোজা কিন্তু না। মন থেকে তওবা না করলে আল্লাহ কখনো কাউকে মাফ করেন না, সে যতো বড় নামাজি হোক কিংবা যত বড় হাজী হোক। আল্লাহ সবাইকে বোঝার দান করুক আমিন।”