নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে ঘূর্ণিঝড় মোখা আঘাত হানার আশঙ্কায় সারা দেশের বিভিন্ন বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষার সকল মালামাল নিরাপদ স্থানে সংরক্ষণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।আজ বৃহস্পতিবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক নির্দেশনায় এ সতর্কতা জানানো হয়।
নির্দেশনায় বলা হয়, দেশের সব শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষা চলমান। ইতিমধ্যে প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় মোখা আগামী দুই-এক দিনের মধ্যে দেশের উপকূল অঞ্চলসহ সারা দেশের ওপর দিয়ে প্রবল বেগে অতিক্রম করতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। বোর্ডসমূহের এসএসসি ও সমমান পরীক্ষা চলমান থাকায় বোর্ডসমূহকেও সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। এ লক্ষ্যে ট্রেজারি, থানা ও পরীক্ষা কেন্দ্রে রক্ষিত পরীক্ষা সংক্রান্ত সব গোপনীয় মালামাল নিরাপদ ও সতর্কতার সঙ্গে সংরক্ষণ করার জন্য স্ব স্ব বোর্ডের নির্দেশনা দেওয়া প্রয়োজন। এ বিষয়ে জরুরি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিশেষভাবে অনুরোধও জানানো হয়েছে।