মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৪ অপরাহ্ন
এই পৃথিবী স্থির নয়। স্থির নয় পৃথিবীর মানুষের জীবনও। তার প্রয়োজনে অনেকবার অনেকসময় জায়গা পরিবর্তন করতে হয়। মন না চাইলেও ছাড়তে হয় অনেক কিছু, না চাইতেও অনেক জায়গা থেকে বিদায় নিতে হয় জীবনের প্রয়োজনে । তেমনই আজ ময়মনসিংহের এ আর এম সি-র শিক্ষার্থীরা তাদের কলেজ থেকে বিদায় নিলো। আজ এ্যাডভান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজের এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলেজের হল রুমে অনুষ্ঠিয় হয়।
২০১৮ সনের এইচ এস সি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া শিক্ষার্থীদের আজ কলেজ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলো। আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের পরিচালক ও অধ্যক্ষ কামরুল হাসান মিলন, অন্যান্য শিক্ষকবৃন্দ, প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ। অধ্যক্ষ তাঁর বক্তব্যে পরিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং সকলের সফলতা কামনা করেন।
আমিনুল ইসলাম শারফিন, ময়মনসিংহ থেকে: