সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন

দৈনিক বাংলার দূত ও ভিশন বাংলা পরিবারের সাথে দি নেটওয়ার্ক আসপেক্ট সিরিজ প্রতিনিধির সাথে শুভেচ্ছা বিনিময়

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ৬০১

নিজেস্ব প্রতিবেদন: 

দৈনিক বাংলার দূত ও ভিশন বাংলা পরিবারের সাথে দি নেটওয়ার্ক আসপেক্ট সিরিজ প্রতিনিধির সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। আজ সন্ধায় দৈনিক বাংলার দূত ও ভিশন বাংলা২৪.কম পত্রিকার অফিসে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক বাংলার দূত ও ভিশন বাংলা২৪.কমকে দি নেটওয়ার্ক আসপেক্ট সিরিজের প্রতিনিধি জানান,

MCQ প্রস্তুতির পরপরই লিখিত পরীক্ষার প্রস্তুতি যেন এক মহা চিন্তার বিষয়। আসলে বিষয়টা চিন্তার নয় গুরুত্বের। তাই কেমন প্রশ্ন হবে লিখিত পরীক্ষায় অথবা কিভাবে প্রস্তুতি নিতে হবে এ নিয়ে শিক্ষার্থীদের দ্বিধাদ্বন্দ্বের অন্ত নাই ।

এ সকল কথা মাথায় রেখে লিখিত প্রস্তুতির জন্য Aspect প্রকাশিত ‘Written Blog’ বইটি শিক্ষার্থীদের সব ধরনের সংশয় দূর করবেই।

প্রতি বছর লক্ষাধিক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কাঙ্খিত বিশ্ববিদ্যালয়ে একটি আসন নিজের করে নেওয়ার স্বপ্নে বিভোর হয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। যার মাধ্যমে শুরু হয় তুমুল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় জয়ী হওয়ার আসলে কোন শর্টকাট ওয়ে নাই। ভর্তি পরীক্ষায়  শিক্ষার্থী যতই ভাল করো না কেন অপরজন যদি তোমার থেকে ভাল করে তবে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কমে যায়।
ভর্তির পরীক্ষার এই প্রতিযোগিতায় সবাই নিজেকে এগিয়ে রাখতে চাই। পড়াশোনা তো সবাই করে চান্স তো সবাই পায় না। সফল প্রস্তুতির জন্য প্রয়োজন বেশি বেশি অনুশীলন, বিগত প্রশ্ন সলভ করা, মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই।

এখান থেকে নিঃসন্দেহে অনেকেই চান্স পাবে এবং নার্সিং এর মতো পবিত্র পেশায় নিজেকে বিলিয়ে দিবে। আর তাদের নার্সিং এ চান্স পাওয়ার পথে আসপেক্ট নার্সিং সিরিজের বই গুলো নিঃসন্দেহে এভাবে পালন করে যাবে কার্যকর ভূমিকা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com