শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ওসমানী জাতীয় স্মৃতি পরিষদ-এর বিশেষ বাণী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য হলেন বীর মুক্তিযোদ্ধা খ. ম. আমীর আলী ছাত্র বৈষম্য আন্দোলনে আহতদের জন্য আর্থিক সহায়তা নিয়ে পাশে বিএনপি নেতা মোঃ সাইফুল ইসলাম নরসিংদীর মনোহরদীতে প্রথমবারের মতো বিজ্ঞানক্লাব ‘নেবুলাস’-এর যাত্রা শুরু প্রথমবারের মতো সচিবালয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস গার্মেন্টস ব্যবসায়িদের নিঃস্ব করে কোটি টাকা প্রতারণা করে লাপাত্তা কৃষক লীগ নেতা হান্নান শেখ! টাকার বিনিময়ে বিদ্যুতের তার খাম্বা মিটার এনে দেন ইলেকট্রিশিয়ান জুলিয়ান! নবান্ন উৎসব ঘিরে জমে উঠেছে কালাইয়ে মাছের মেলা কটিয়াদীতে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষকদের সম্বর্ধনা জনগণের ভোটের অধিকার নিশ্চিত না-হওয়া পর্যন্ত রাজপথে থাকতে হবে: রুহুল কুদ্দুস তালুকদার দুলু
দৈনিক বাংলার দূত ও ভিশন বাংলা পরিবারের সাথে দি নেটওয়ার্ক আসপেক্ট সিরিজ প্রতিনিধির সাথে শুভেচ্ছা বিনিময়

দৈনিক বাংলার দূত ও ভিশন বাংলা পরিবারের সাথে দি নেটওয়ার্ক আসপেক্ট সিরিজ প্রতিনিধির সাথে শুভেচ্ছা বিনিময়

নিজেস্ব প্রতিবেদন: 

দৈনিক বাংলার দূত ও ভিশন বাংলা পরিবারের সাথে দি নেটওয়ার্ক আসপেক্ট সিরিজ প্রতিনিধির সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। আজ সন্ধায় দৈনিক বাংলার দূত ও ভিশন বাংলা২৪.কম পত্রিকার অফিসে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক বাংলার দূত ও ভিশন বাংলা২৪.কমকে দি নেটওয়ার্ক আসপেক্ট সিরিজের প্রতিনিধি জানান,

MCQ প্রস্তুতির পরপরই লিখিত পরীক্ষার প্রস্তুতি যেন এক মহা চিন্তার বিষয়। আসলে বিষয়টা চিন্তার নয় গুরুত্বের। তাই কেমন প্রশ্ন হবে লিখিত পরীক্ষায় অথবা কিভাবে প্রস্তুতি নিতে হবে এ নিয়ে শিক্ষার্থীদের দ্বিধাদ্বন্দ্বের অন্ত নাই ।

এ সকল কথা মাথায় রেখে লিখিত প্রস্তুতির জন্য Aspect প্রকাশিত ‘Written Blog’ বইটি শিক্ষার্থীদের সব ধরনের সংশয় দূর করবেই।

প্রতি বছর লক্ষাধিক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কাঙ্খিত বিশ্ববিদ্যালয়ে একটি আসন নিজের করে নেওয়ার স্বপ্নে বিভোর হয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। যার মাধ্যমে শুরু হয় তুমুল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় জয়ী হওয়ার আসলে কোন শর্টকাট ওয়ে নাই। ভর্তি পরীক্ষায়  শিক্ষার্থী যতই ভাল করো না কেন অপরজন যদি তোমার থেকে ভাল করে তবে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কমে যায়।
ভর্তির পরীক্ষার এই প্রতিযোগিতায় সবাই নিজেকে এগিয়ে রাখতে চাই। পড়াশোনা তো সবাই করে চান্স তো সবাই পায় না। সফল প্রস্তুতির জন্য প্রয়োজন বেশি বেশি অনুশীলন, বিগত প্রশ্ন সলভ করা, মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই।

এখান থেকে নিঃসন্দেহে অনেকেই চান্স পাবে এবং নার্সিং এর মতো পবিত্র পেশায় নিজেকে বিলিয়ে দিবে। আর তাদের নার্সিং এ চান্স পাওয়ার পথে আসপেক্ট নার্সিং সিরিজের বই গুলো নিঃসন্দেহে এভাবে পালন করে যাবে কার্যকর ভূমিকা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com