মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০৪:১৪ অপরাহ্ন

নেত্রকোণায় সেনা হেফাজতে সাবেক চেয়ারম্যান

নেত্রকোণায় সেনা হেফাজতে সাবেক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোণার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছেন সেনা সদস্যরা। এ সময় তার বাড়ি থেকে দেশি অস্ত্র জব্দ করা হয়েছে।

বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে ওই ইউনিয়নের নৈহাটি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে জানান সেনাবাহিনীর মেজর জিসানুল হায়দার।

আটক আমিরুল ইসলামকে জেলা শহরের সাতপাইয়ে সেনাবাহিনীর নেত্রকোণা ক্যাম্পে নেওয়া হয়েছে।

মেজর জিসানুল হায়দার জানান, আমিরুল ইসলামের বিরুদ্ধে নানা অভিযোগ পাওয়া গেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জিজ্ঞাসাবাদে অভিযোগগুলোর বিষয়ে যদি কোনো প্রমাণ পাওয়া যায়, তাহলে ২৪ ঘণ্টার মধ্যে আইন অনুযায়ী তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

স্থানীয়দের অভিযোগ, সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম এলাকায় প্রভাবশালী হওয়ায় জমি দখলসহ নানাভাবে স্থানীয়দের অত্যাচার ও নির্যাতন করতেন। তার বিরুদ্ধে নৈহাটিবাজারে অবৈধভাবে গরু বেচা-কেনার হাট চালানোর অভিযোগ রয়েছে। যেখান থেকে প্রতিবছর কমপক্ষে ৫০ লাখ টাকা রাজস্ব বঞ্চিত হয়েছে সরকার।

এ ছাড়া তার বিরুদ্ধে জমি দখল থেকে শুরু করে নারী নির্যাতনের মামলা দিয়ে মানুষকে ফাঁসানোর অভিযোগ করেছেন এলাকাবাসী।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com