শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৯:২৫ পূর্বাহ্ন

মঙ্গল শোভাযাত্রায় মুখোশ পরা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মঙ্গল শোভাযাত্রায় মুখোশ পরা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত এক সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “পয়লা বৈশাখে রমনা বটমূল ও আশপাশ এলাকায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা থাকবে। থাকবে ইভটিজিং প্রতিরোধে বিশেষ টিম। মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে থাকবে র‌্যাবসদস্যরা। এসময় ব্যাগ ও কোনো প্রকার ধাতব পদার্থ বহন করা যাবে না। দেশের যেকোনো প্রান্তের নববর্ষের আয়োজন শেষ করতে হবে বিকেল ৫টার মধ্যে।”

 মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি আরো বলেন, “মঙ্গল শোভাযাত্রায় মুখোশ পরা যাবে না। তবে মুখোশ পরা না গেলেও হাতে প্ল্যাকার্ড হিসাবে রাখা যাবে। কিন্তু ভুভুজেলাবাজানো যাবে না।”

নববর্ষের অনুষ্ঠানের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিকেল ৫টার মধ্যে রমনার বটমূলে ছায়ানট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসসহ দেশের সব অনুষ্ঠান শেষ করতে হবে। তিনি জানান, তবে সংস্কৃতি মন্ত্রণালয়ের বিশেষ অনুরোধে রাজধানীর রবীন্দ্র সরোবরে আয়োজিত অনুষ্ঠানটি সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। তবে সেখানে থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভিন্ন স্থানে থাকবে ভ্রাম্যমাণ আদালত।

সভায় আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‍্যাব) এর মহাপরিচালক, পুলিশের মহাপরিদর্শকসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com