সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৫২ পূর্বাহ্ন
টাঙ্গাইল থেকে মো: রুবেল মিয়ার পাঠানো প্রতিবেদন:
টাঙ্গাইলের মির্জাপুরে সনাতন ধর্মাবলম্বীদের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয়বাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতি বিষয়ক সম্পাদক সাঈদ সোহরাব । তিনি মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের পূজামন্ডপ পরিদর্শন করেন।এ সময়ে তিনি সনাতন ধর্মাবলম্বী আয়োজক ও পূজারীদের সাথে মতবিনিময় করেন এবং পূজার শুভেচ্ছা বিনিময় করেন।
সাঈদ সোহরাব পূজামণ্ডপ গুলোতে সকলের শান্তি, সমৃদ্ধি, এবং ঐক্যের আহ্বান জানান।তার সফরে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জাসাদ এর যুগ্ন আহব্বায়ক গাজী মাসুদ শিকদার, বানাইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইন্জি:লিটন হাসান, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ন আহব্বায় এসএম রাসেল, মির্জাপুর উপজেলা কৃষক দলের আহব্বায়ক জাহাঙ্গীর আলম, মির্জাপুর উপজেলার যুবদলের সাবেক যুগ্ন আহব্বায়ক মাসুদ সিকদার,মির্জাপুর উপজেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কাদের মিয়া,টাঙ্গাইল জেলা জেটেব এর সহ-সভাপতি ইঞ্জি:মাহফুজ মল্লিক টিপু, মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন আহব্বায়ক ফজলু প্রমুখ।
শারদীয় দুর্গাপূজার এই শুভ মুহূর্তে, সাঈদ সোহরাব পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শান্তি ও সম্প্রীতির বার্তা বহন করে।মন্দিরের সভাপতি ও সেক্রেটারি উষ্ণ অভ্যর্থনা জানিয়ে তাদের ধন্যবাদ জানান এবং শান্তি ও ভ্রাতৃত্বের প্রতি সম্মান জানান।
তাঁর এই পরিদর্শন সকলের মধ্যে একতার অনুভূতি জাগ্রত করে এবং ধর্মীয় সৌহার্দ্যকে আরও দৃঢ় করে তোলে।
স্থানীয় মন্দির কমিটি জানায়, তারা এই ধরনের আন্তঃধর্মীয় সম্প্রীতির প্রচেষ্টাকে স্বাগত জানায় এবং ভবিষ্যতেও এ ধরনের সম্পর্ক আরো সুদৃঢ় করতে কাজ করবে