নিজস্ব প্রতিবেদক:
রাতারাতি দল পাল্টে আওয়ামী লীগ থেকে বিএনপি বনে গিয়ে সুবিধা লুটতে মরিয়া হয়ে উঠেছেন ঢাকা-১৮ আসনে স্বৈরাচারী আওয়ামী লীগের সাবেক এমপি হাবিব হাসানের ভাগ্নি জামাই ইসহাক ও বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামী মান্নান।
একই এলাকার বিএনপি নেতাকর্মীরা জানান যে বিগত ১৭ বছরে বিরোধী দলে থাকা অবস্থায় যারা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে দলের সকল অনুষ্ঠান, মিছিল, মিটিং, সভা ও সার্বিক কার্যক্রমে স্বতঃস্ফূর্ত ও কার্যকরী অংশগ্রহণ নিশ্চিত করেছে, তাদের টপকে বিএনপিতে নব্য যোগদানকারী স্বৈরাচারী আওয়ামী লীগের সাবেক এমপি হাবিব হাসানের ভাগ্নি জামাই ইসহাক ও বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামী মান্নান দলীয় উচ্চ পদ দখল করতে চাইছে। অথচ তারাই আওয়ামী লীগের মতাদর্শের সৈনিক ছিলো ও বিএনপি কর্মীদের সবসময় অত্যাচার করে এসেছে বিগত ১৭ বছর।
বিগত ১৭ বছর বিএনপির যেসকল নেতাকর্মীরা সামাজিক, পারিবারিক, কর্মস্থল সংক্রান্ত জটিলতা ও সরকারী দলের রক্ষচক্ষু উপেক্ষা করে হামলা-মামলা, হয়রানির পরোয়া না করে জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে রাজপথে নেমেছে সেসকল ত্যাগী নেতাকর্মীকে বঞ্চিত করে ও পিছনে ফেলে এসব আওয়ামী দোসর নব্য বিএনপির অতি উৎসাহী কর্মকাণ্ড মানতে পারছেন না অনেকেই।
এরা কিছুদিন আগেও স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের আমলে বিএনপির নেতাকর্মীদের সবসময় উৎপীড়ন করে এসেছে, অপমান-অপদস্ত করেছে। আর তারা যদি বিএনপির সৈনিক হয়ে থাকে, জাতীয়তাবাদী আদর্শের ধারক ও বাহক হয়ে থাকে, তবে তাদের বিগত ১৭ বছরের দলীয় কর্মকাণ্ডের বা সভা, মিছিল-মিটিংয়ে অংশগ্রহণের তথ্য, উপাত্ত, ভিডিও বা স্থিরচিত্র জনসমক্ষে প্রকাশ করুক বলে চ্যালেঞ্জ করেন কিছু স্থানীয় বিএনপির নেতাকর্মী। তাদের দাবী এভাবে উড়ে এসে জুড়ে বসা কিছুতেই আমরা সহ্য করবো না। যে আওয়ামী লীগের, ছাত্রলীগের অত্যাচারে আমরা এতদিন ধরে জর্জরিত, সেই আওয়ামী লীগের দোসরদের আমরা আমাদের দলের কোনো কর্মকাণ্ডে দেখতে চাই না।
দীর্ঘ ১৭ বছর পরে বিগত ২০২৪ সালের ৫ আগষ্ট স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পর দেশব্যাপী বাধাহীন সভা-সমাবেশসহ রাজনৈতিক সক্রিয়তা বেড়েছে বিএনপির। তবে বেশিরভাগ স্থানেই অতি উৎসাহী নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি রাতারাতি দল পাল্টে আওয়ামী লীগ থেকে বিএনপি হয়ে যাওয়া সুবিধাবাদীদের একটি শ্রেণি লুটতরাজ ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়াচ্ছে। এসব লুটেরাদের কীভাবে ঠেকাবে বিএনপি তা নিয়ে জনমনে শঙ্কা দেখা দিয়েছে।
বাউনিয়া ৫২ নং ওয়ার্ডের একজন চিহ্নিত ভূমিদস্যু স্বৈরাচারী আওয়ামী লীগের সাবেক এমপি হাবিব হাসানের ভাগ্নি জামাই ইসহাক। জাল দলিল করে সাধারণ মানুষের জমি হাতিয়ে নেয়ার অনেক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমনকি যে চাষের জমি সাধারণ কৃষকেরা দান করেছে মসজিদ নির্মাণের জন্য সেই মসজিদের জন্য নির্ধারিত ও দানকৃত জমিও বিক্রি করে নগদ ৮ লক্ষ টাকা হাতিয়ে নেন এই ইসহাক।
এছাড়াও কিছু মানুষের জমি জোর করে জবরদখল করে রেখেছেন তিনি বলেও অভিযোগ পাওয়া যায়। ভুক্তভোগীরা জানান অভিযুক্ত ইসহাকের ভয়ে নিজের জমি হওয়া সত্ত্বেও জমির ধারে-কাছেও যেতে পারেন না তারা।
নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা নিশ্চিতে দলীয় কর্মীদের সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় নেতারা। তাদের দাবী যেসকল নেতাকর্মীরা দলের দুর্দিনে জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে বিরূপ পরিস্থিতির মোকাবিলা করে দলীয় স্বার্থে বিএনপির সকল সাংগঠনিক কার্যক্রমকে অব্যাহত রেখেছে, তাদের মূল্যায়ন করার সময় এসেছে। আর নব্য বিএনপি এসকল আওয়ামী দোসরদের অপতৎপরতা কঠোরভাবে প্রতিহত করার জন্য সকলের কাছে আহবান জানান তারা।