বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
গোপালগঞ্জে বিনা নোটিশে গেটপাড়া খ্রিস্টান মিশন পরিচালিত “এ্যাডভেন্টিস্ট ইন্টারন্যাশনাল মিশন স্কুল” এর গেট ভেঙে ফেলায় সড়ক অবরোধ করে প্রতিবাদ এবং ক্ষতিপূরন দাবি করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
জানা গেছে, আজ সকালে ১লা ফেব্রুয়ারি গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের লোকেরা ছাত্র আবাসিকের পিছন থেকে শুরু করে মেইন গেট পযর্ন্ত ভেঙ্গে ফেলেছে তাই স্কুল কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য পুনরায় গেটটি নির্মাণ করলেও আজ সকালে রাস্তা প্রশস্ত করার জন্য আবারও বিনা নোটিশে খ্রিষ্টানদের নামাজ চলাকালিন তাদের অনুপস্থিতিকালিন সময় অন্যায়ভাবে ৯:৩০ মিনিটে সড়ক ও জনপথ বিভাগ বুলডোজার দিয়ে মূল গেট পর্যন্ত দেওয়াল ভেঙ্গে ফেলে।
এখানে অন্যান্য দরিদ্র অসহায় পিতৃমাতৃহীন সন্তানেরা লেখাপড়া করেন তাদের সবার নিরাপত্তার ভার এখন কে নিবে? তাই স্কুলটির শিক্ষক ও ছাত্রছাত্রীরা প্রতিবাদ জানায় ও ক্ষতিপূরণ দাবি করে স্কুলটির সামনের রাস্তা বঙ্গবন্ধু সড়কের গেটপাড়া নামক স্থানে সড়ক অবরোধ করে অবস্থান নেয়। তাদের একটায় দাবি, নতুন করে আবার তাদের জায়গা তাদের ফিরিয়ে দিক তাদের জায়গা জুলুম নেওয়া থেকে বিরত থাকুক। তাহলে তারা আবার নিরাপত্তা পাবে। অন্যায়ভাবে আর যেন ভাংচুর না হোক।