শনিবার, ১৭ মে ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন
সৈয়দ মোঃ কায়সার আশ্রাফী:
নগরীর দক্ষিণ হালিশহর হালিশহর (হক সাহেব রোডস্থ) উদয়ন আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং প্রীতি বনভোজন সম্পন্ন হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০ টা থেকে শুরু হয়ে বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্দর জোনের সমন্বয়কারী, বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ আব্দুল হাকিম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ সলিমুল্লাহ সেলিম ।
আরো সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা।
স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষীকা, অভিভাবক সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হাকিম চৌধুরী বলেন, শিশুদের বিনোদনের সহিত পাঠদানে উৎসাহিত করতে পারলে শিক্ষা ও গবেষণা আনন্দদায়ক হয়ে উঠে। এতে শিশুদের শিক্ষার যোগ্যতা অনুযায়ী মান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখে। পরিশেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।