সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ফেরত আনা হলো সৌদিতে আটকে থাকা ৩৮ কোটি টাকা ঢাকা সেনানিবাসের একটি ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা সিংড়ায় অবৈধ কমিটির নিয়োগ বাণিজ্য বন্ধের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ নড়াগাতীর থানার রামপুরা গ্রামে পারিবারিক কলহে ছোট ভাইয়ে আঘাতে বড় ভাই, ভাতিজা গুরুতর আহত কুড়িগ্রামে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুর সদর ইউনিয়নে ভিজিডির চাউল বিতরণ ফারইষ্টের শহিদকে ঘিরে ক্ষোভের আগুন বাইশফাঁড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বিজিবি সদস্যের পা বিচ্ছিন্ন গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত প্রথমবারের মতো টাইফয়েড টিকা দেওয়া শুরু হচ্ছে আজ

সিরাজগঞ্জে সরকারি নির্দেশ অমান্য করে পরপর দুইদিন চর ছোনগাছা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা বন্ধ

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১২৭

সিরাজগঞ্জ থেকে মোঃ জাহিদুল হক:

সিরাজগঞ্জ সদর উপজেলার চর ছোনগাছা ইসলামিয়া ফাজিল বহুমুখী মাদ্রাসাটি সরকারি নির্দেশ অমান্য করে পরপর দুইদিন প্রতিষ্ঠানটি বন্ধ রাখেন অধ্যক্ষ মোঃ ময়নাল হক।
চর ছোনগাছা ইসলামিয়া ফাজিল বহুমুখী মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বিধি মোতাবেক পবিত্র ঈদুল আযহার অতিরিক্ত ছুটির কারণে ১৭/০৫/২০২৫ এবং ২৪/০৫/২০২৫ইং শনিবার সকল শিক্ষাপ্রতিষ্ঠান চালু রাখার নির্দেশ দেন শিক্ষা মন্ত্রণালয়। আর এ নির্দেশনা অমান্য করে প্রতিষ্ঠানটি বন্ধ রাখেন অধ্যক্ষ মোঃ ময়নাল হক। তথ্যসূত্রে জানা যায় গত শনিবার ও আজ শনিবার এই শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ ছিল আরও জানা যায় প্রতিষ্ঠানটিতে ৪০ জন শিক্ষক-শিক্ষিকা ও স্টাফ কর্মরত রয়েছেন, এর মধ্যে কয়েকজনের সাথে প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে জানতে চাইলে তারা জানান, অধ্যক্ষের নির্দেশনা না পেয়েই আমরা কর্মস্থলে যোগদান করিনি।

এ বিষয়ে অধ্যক্ষ মোঃ ময়নাল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি চিঠি পাইনি তাই গত ১৭/০৫/২০২৫ ও আজ ২৪/০৫/২০২৫ ইং প্রতিষ্ঠানটি বন্ধ রেখেছি, তিনি আরও বলেন সরকারি নির্দেশ অমান্য করা আমাদের উচিত হয়নি, আমাদের ভুল হয়েছে, এই বলে তিনি সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করেন।
বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহল উদ্বিগ্ন প্রকাশ করেন , তারা বলেন সরকারি নির্দেশনা উপেক্ষা করে এমন আচরণ শৃংখলা বিরোধী ও শিক্ষার্থীদের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে তাই এ বিষয়ে ঊর্ধ্বতম কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার জনাবা এলিজা সুলতানা বলেন,এ বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com