বৃহস্পতিবার, ০৩ Jul ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৬ বছরের কন্যাশিশু লালসার শিকার হয়ে হাসপাতালে ২ লাখ টাকার চুক্তিতে খুন করে প্রবাসীর স্ত্রীকে গোপালগঞ্জে টেন্ডার ছাড়াই স্কুলের ঘর-মালামাল বিক্রি শাহজাহানপুরে এক যুবককে বলাৎকার: ধর্ষণে দণ্ডিত পিতার পথেই হাঁটছে ছেলে জাহাঙ্গীর! বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ঋতুপর্ণার জোড়া গোলে এশিয়ান কাপে এক পা বাংলাদেশের গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারে সরকারি অনুদানের টাকা নিয়ে রোগীদের হয়রানির অভিযোগ বাগমারায় পথশিশু ধর্ষণ: সপ্তাহ পেরিয়ে গেলেও সনাক্ত হয়নি আসামি আটক হওয়া বাংলাদেশিদের কেউ কেউ আইএসের সঙ্গে যুক্ত: মালয়েশিয়া পুলিশ কুড়িগ্রামে বিপুল প‌রিমাণ ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবা‌রি গ্রেফতার
সিরাজগঞ্জে সরকারি নির্দেশ অমান্য করে পরপর দুইদিন চর ছোনগাছা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা বন্ধ

সিরাজগঞ্জে সরকারি নির্দেশ অমান্য করে পরপর দুইদিন চর ছোনগাছা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা বন্ধ

সিরাজগঞ্জ থেকে মোঃ জাহিদুল হক:

সিরাজগঞ্জ সদর উপজেলার চর ছোনগাছা ইসলামিয়া ফাজিল বহুমুখী মাদ্রাসাটি সরকারি নির্দেশ অমান্য করে পরপর দুইদিন প্রতিষ্ঠানটি বন্ধ রাখেন অধ্যক্ষ মোঃ ময়নাল হক।
চর ছোনগাছা ইসলামিয়া ফাজিল বহুমুখী মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বিধি মোতাবেক পবিত্র ঈদুল আযহার অতিরিক্ত ছুটির কারণে ১৭/০৫/২০২৫ এবং ২৪/০৫/২০২৫ইং শনিবার সকল শিক্ষাপ্রতিষ্ঠান চালু রাখার নির্দেশ দেন শিক্ষা মন্ত্রণালয়। আর এ নির্দেশনা অমান্য করে প্রতিষ্ঠানটি বন্ধ রাখেন অধ্যক্ষ মোঃ ময়নাল হক। তথ্যসূত্রে জানা যায় গত শনিবার ও আজ শনিবার এই শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ ছিল আরও জানা যায় প্রতিষ্ঠানটিতে ৪০ জন শিক্ষক-শিক্ষিকা ও স্টাফ কর্মরত রয়েছেন, এর মধ্যে কয়েকজনের সাথে প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে জানতে চাইলে তারা জানান, অধ্যক্ষের নির্দেশনা না পেয়েই আমরা কর্মস্থলে যোগদান করিনি।

এ বিষয়ে অধ্যক্ষ মোঃ ময়নাল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি চিঠি পাইনি তাই গত ১৭/০৫/২০২৫ ও আজ ২৪/০৫/২০২৫ ইং প্রতিষ্ঠানটি বন্ধ রেখেছি, তিনি আরও বলেন সরকারি নির্দেশ অমান্য করা আমাদের উচিত হয়নি, আমাদের ভুল হয়েছে, এই বলে তিনি সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করেন।
বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহল উদ্বিগ্ন প্রকাশ করেন , তারা বলেন সরকারি নির্দেশনা উপেক্ষা করে এমন আচরণ শৃংখলা বিরোধী ও শিক্ষার্থীদের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে তাই এ বিষয়ে ঊর্ধ্বতম কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার জনাবা এলিজা সুলতানা বলেন,এ বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com