রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন

টি-টোয়েন্টিতে শূন্যের অপ্রত্যাশিত রেকর্ডে শীর্ষে সাকিব

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১১২

ডেস্ক রিপোর্ট:

টি-টোয়েন্টি ক্রিকেটে আরেকটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডের শীর্ষে উঠে এলেন সাকিব আল হাসান। সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে এখন বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়া ব্যাটসম্যান এখন তিনি।

গতরাতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে নামেন সাকিব আল হাসান। ম্যাচটিতে আট নম্বরে ব্যাটিংয়ে নেমে মাত্র ২ বল খেলেই শূন্য রানে আউট হন তিনি।

এই ‘ডাক’-এর মাধ্যমেই সাকিব টি-টোয়েন্টিতে নিজের ৩২তম শূন্য রানের ইনিংসের দেখা পান। তিনি পেছনে ফেলেছেন সৌম্য সরকারকে। এ নিয়ে টি-টোয়েন্টিতে ৩২ বার শূন্য রানে আউট হয়েছেন সাকিব। যা বাংলাদেশি কোনো ব্যাটসম্যানের মধ্যে সর্বোচ্চ।

এর আগে, এই রেকর্ড ছিল সৌম্য সরকারের দখলে, যার রয়েছে ৩১ বার শূন্য রানে আউট। টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ৪১০ ইনিংসে ব্যাটিং করে ৩২ বার শূন্য রানে আউট হয়েছেন সাকিব আল হাসান। অন্যদিকে, সৌম্য সরকার ২৩৭ ম্যাচে ২৩২ ইনিংসে ব্যাট করে ৩১ বার ‘ডাক’-এ আউট হয়েছেন।

আন্তর্জাতিকভাবে, টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার তালিকায় শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার সুনীল নারাইন, যিনি এখন পর্যন্ত ৪৮ বার শূন্য রানে আউট হয়েছেন।

তার ঠিক পরেই রয়েছেন আফগানিস্তানের তারকা লেগস্পিনার রাশিদ খান, যিনি ৪৫ বার ‘ডাক’-এর শিকার হয়েছেন। ৪৪ বার শূন্য রানে আউট হয়েছেন ইংল্যান্ডের ওপেনার অ্যালেক্স হেলস।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com