রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৪:৩৪ পূর্বাহ্ন
বিক্ষোভ বিতর্ক আর প্রতিবাদের মুখে অবশেষে দিল্লি ফিরে যাচ্ছেন বিশ্ব ইজতেমায় অংশ নিতে আসা মাওলানা সাদ কান্ধলভী। তিনি শুক্রবার বিকেলের যে কোনো ফ্লাইটে ঢাকা ছাড়বেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দপ্তরে তাবলীগের মুরব্বী ও আলেমদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বেলা আড়াইটা থেকে বিকেল সোয়া ৫টা পর্যন্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আইজিপি, ডিএমপি কমিশনার, সামরিক সচিব, স্বরাষ্ট্র সচিব, ধর্ম সচিবসহ আলেমরা উপস্থিত ছিলেন।
বৈঠকের আগেই অবশ্য ডিএমপি জানায়, মাওলানা সাদ বিশ্ব ইজতেমায় অংশ নিচ্ছেন না।
উল্লেখ্য, ‘আপত্তিকর’ বক্তব্যের প্রতিবাদে গত বুধবার সকাল থেকেই তাবলিগ-জামাতের একটি অংশের অনুসারীরা রাজধানীতে মাওলানা সাদ বিরোধী বিক্ষোভ করেছেন। সাদকে বাংলাদেশে ঢুকতে না দেয়ার ঘোষণা দিয়ে হযরত শাহজালাল বিমানবন্দর সড়কে তারা অবস্থান নেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজটের।
পরে কঠোর নিরাপত্তায় সেনানিবাসের ভেতর দিয়ে বিকেলে মাওলানা সাদকে কাকরাইল মসজিদের তাবলিগ জামাতের মারকাজে (অফিস) নেয়া হয়। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন।
অন্যদিকে মাওলানা সাদকে ইজতেমায় যেতে বাধা দিতে তাবলিগ নেতারা কাকরাইল মসজিদ ঘেরাওয়ের ঘোষণা দেন। এরপর থেকেই কাকরাইল মসজিদ এলাকার নিরাপত্তা জোরদার করা হয়।