বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ন
আফলাম মাহমুদ রাসেল:
বরিশাল নগরীর মীর কনভেনশন হলে আজ অনুষ্ঠিত হলো “COP30 Road to Belém: Community Voices for Climate Action – Regional Dialogues ahead of COP30”। অনুষ্ঠানের আয়োজন করে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (DYDF) এবং সহযোগিতা প্রদান করে Global Greengrants Fund (GGF)।
DYDF বরিশাল জেলা শাখার সভাপতি হৃদয় হাওলাদার বলেন, “আমরা স্থানীয় জনগণের মতামত ও অভিজ্ঞতা সংগ্রহ করেছি। আশা করি এগুলো ব্রাজিলের Belém-এ অনুষ্ঠিতব্য COP30 সম্মেলনে প্রতিফলিত হবে।”
সংবাদকর্মী মনিরুল ইসলাম বলেন, “স্থানীয় মানুষের জীবনের অভিজ্ঞতা যদি COP30-এ উপস্থাপিত হয়, তবে কার্যকর জলবায়ু সমাধান পাওয়া সহজ হবে।”
এনিমেল ওয়েলফেয়ার অফ বাংলাদেশ-এর রেসকিউয়ার অর্থি বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাবে শুধু মানুষ নয়, প্রাণীর জীবনও ঝুঁকির মুখে। তাই আমাদের অভিজ্ঞতাও বৈশ্বিক আলোচনায় স্থান পাওয়া উচিত।”
সিপিপি, বরিশাল সিটি টিম লিডার মোঃ শামীম বলেন, “আমরা দুর্যোগ মোকাবিলায় স্থানীয় পর্যায়ের প্রস্তুতি ও চ্যালেঞ্জগুলো এই আলোচনায় তুলে ধরেছি। এগুলো যদি COP30-এ প্রতিফলিত হয় তবে আরও কার্যকর অভিযোজন কৌশল নির্ধারণ করা সম্ভব হবে।”
এছাড়া খেলাঘর কর্মী মোঃ হোসেইন শিকদার নোমান বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে শিশু ও তরুণদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে। তাই আমাদের অভিজ্ঞতা ও মতামত বৈশ্বিক আলোচনায় অন্তর্ভুক্ত হওয়া জরুরি।”
অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন যুবনেতৃতাধীন সংগঠন, অন্যান্য উন্নয়নকর্মী ও নাগরিকবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে বরিশালের এই সংলাপের বিষয়বস্তু ব্রাজিলের COP30 সম্মেলনে উপস্থাপন করা হবে।