সিংড়ায় বিয়াশ দারুস সুন্নাহ নূরানী ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে মহান জাতীয় বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য বিজয় র্যালি বের করা হয়। র্যালিতে প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবকসহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। র্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিয়াশ উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
র্যালি শেষে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নূরানী ক্যাডেট মাদ্রাসার পরিচালক মাওলানা মো. শাহাদাৎ হোসাইন। প্রতিষ্ঠানের সহ-পরিচালক মাওলানা সোহেল রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা মোস্তাক বিন সুলতান, মাওলানা আব্দুল্লাহ ও মাওলানা সাব্বির হোসেনসহ অন্যান্যরা। বক্তারা মহান মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন।
আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা মো. মখলেছুর রহমান।
এছাড়াও দিবসটি উপলক্ষে প্রতিষ্ঠানের উদ্যোগে শুদ্ধ কুরআন তেলাওয়াত, ইসলামী সংগীত ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে কোমলমতি শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।