নরসিংদী জেলার কর্মরত সকল সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল-ফারুক মতবিনিময় করেছেন।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় আগত সাংবাদিকরা নবাগত পুলিশ সুপারকে বিভিন্ন প্রশ্ন করেন এবং মতামত দেন।
জেলা পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল-ফারুক বলেন, সাংবাদিক পুলিশ একসূত্রে গাঁথা। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিক হল সমাজের আয়না। সঠিক সংবাদ ও তথ্যের মাধ্যমে পুলিশকে সহায়তা করবেন। যেকোনো বিষয়ে আপনাদের মতামত আমি গুরুত্ব সহকারে নিবো।
তিনি আরও বলেন, আপনাদের সহযোগিতায় নরসিংদী জেলাকে মাদক, অস্ত্র মুক্ত এবং সন্ত্রাসীদের গ্রেফতার করে নরসিংদীকে একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবো।
এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।