সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৩৯ পূর্বাহ্ন
ভিশন বাংলা ডেস্ক: কোটা সংস্কার আন্দোলেন নেতৃত্ব দেয়া ৩ নেতাকে ডিবি ছেড়ে দেওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এসেছেন তারা।
কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুর তাৎক্ষণিকভাবে বলেন, আমাদের চোখ বেঁধে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছিলো। তুলে নেওয়ার সময় অনেকে দেখে ফেলেছিলো বলে বেঁচে এসেছি।
এ ব্যাপারে বিস্তারিত বলতে বিকেল ৪টায় সংবাদ সম্মেলন ডেকেছেন তারা।
এর আগে সকাল ১১টায় ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন ছিল। সংবাদ সম্মেলন শেষে কোটা সংস্কার আন্দোলনে আহত শিক্ষার্থীদের দেখার উদ্দেশ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে যাওয়ার সময় মুহাম্মদ রাশেদ খান, নূরুল হক নূরু এবং ফারুক হোসেন চানখারপুল থেকে মাইক্রোবাসে আসা অস্ত্রধারী কয়েকজন লোক তাদের তুলে নেয়।
সূত্র: চ্যানেল আই