রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১২:৫১ পূর্বাহ্ন

নকল হিটাচি পণ্য কেনা থেকে বিরত থাকার আহ্বান

নকল হিটাচি পণ্য কেনা থেকে বিরত থাকার আহ্বান

কিছু দেশি প্রতিষ্ঠানের কারসাজির ফলে জাপানি ব্র্যান্ড হিটাচির নকল ও নিম্নমানের পণ্যে এ দেশের বাজার সয়লাভ হয়ে গেছে বলে দাবি করেছে পণ্যটির পরিবেশক প্রতিষ্ঠান বেস্ট ইলেক্ট্রনিক্স।

আজ দুপুরে সংবাদ বিজ্ঞপিতে প্রতিষ্ঠানটির ডিরেক্টর (মার্কেটিং) তাহমিদ জামান রাশিক বলেন, দেশের বিভিন্ন শো-রুমে যেসব ‘হিটাচি ফ্রিজ, এসি ও ওয়াশিং মেশিন রয়েছে সেগুলোর কোনোটিরই আসল জাপানি হিটাচি ব্র্যান্ডের কোনো অনুমোদন নেই। অনুমোদনহীন কারখানায় গোপনে বিভিন্ন যন্ত্রাংশ সংযোজন করে হিটাচি ব্রান্ডের নাম দিয়ে এসব রেফ্রিজারেটর, এসি ও ওয়াশিং মেশিন বিক্রি করা হচ্ছে। ফলে বিশ্বখ্যাত এই ব্র্যান্ডের নকল ও অনুমোদনহীন পণ্য কিনে প্রতারিত হচ্ছেন ক্রেতারা।

তাহমিদ জামান আরো বলেন, অনুমোদিত ডিস্ট্রিবিউটর হিসেবে কেবল ‘বেস্ট ইলেক্ট্রনিক্স’ অথবা ‘ট্রান্সকম ডিজিটাল’ই পারে ‘হিটাচি’ ব্র্যান্ড ওয়ারেন্টি ও আসল পার্টসের নিশ্চয়তা প্রদান করতে। তাই আসল হিটাচি ফ্রিজ, এসি ও ওয়াশিং মেশিনের মান ও সেবার পূর্ণ নিশ্চয়তা পেতে কেবল অনুমোদিত ডিস্ট্রিবিউটর ‘বেস্ট ইলেক্ট্রনিক্স’ অথবা ‘ট্রান্সকম ডিজিটাল’-এর শো-রুমে আসার জন্য ক্রেতার প্রতি আহ্বান জানান তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com