বুধবার, ১৬ Jul ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
১৬ জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা লালমনিরহাটে মাদক সেবনকারী ও পাচারকারী চক্রের ছোবলে তরুন ও যুব সমাজ লালমনিরহাটে বাড়ছে শিশু শ্রমিকের সংখ্যা; ঝরে পড়ছে শিক্ষার্থীরা এইচ টু বিল্ডার্সের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, চুক্তিভঙ্গ এবং প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি: রাজউকের দৃষ্টি আকর্ষণ বীর মুক্তিযোদ্ধা খ.ম. আমীর আলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ: মুক্তিযোদ্ধা ও জনসাধারণের প্রতিবাদে উত্তাল জনমত ট্রান্সফরমার নষ্ট হওয়ার ঘটনায় বিতর্কিত ক্ষতিপূরণ বিল: নীলফামারীতে বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে জোরপূর্বক আদায়ের অভিযোগ নেত্রকোনায় স্ত্রীকে হত্যার পর রশিতে ঝুলে স্বামীর আত্মহত্যা কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারে চুক্তিভিত্তিক কর্মকর্তা-কর্মচারীদের দিয়ে চলছে অফিসের কার্যক্রম আদালতের নির্দেশ উপেক্ষা: ৯ শিক্ষার্থীর ভবিষ্যৎ অন্ধকারে” ব্যবসায়িক দ্বন্দ্বে মিটফোর্ডে সোহাগ হত্যা: ডিএমপি
মাদককে না বলার শপথ নিয়ে মংলায় এবার স্বেচ্ছায় মাদক সেবনকারীর আত্মসমর্পন

মাদককে না বলার শপথ নিয়ে মংলায় এবার স্বেচ্ছায় মাদক সেবনকারীর আত্মসমর্পন

মংলা প্রতিনিধি: মাদককে না বলার শপথ নিয়ে মংলায় আবারো স্বেচ্ছায় প্রশাসনের কাছে আত্মসমর্পন করেছে ৮ মাদক সেবনকারী। গতকাল সোমবার সকালে মংলার মিঠাখালী ইউনিয়নের চেয়ারম্যান ই¯্রাফিল হাওলাদারের আহ্বানে সাড়া দিয়ে এবং মংলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানের তৎপরতায় এসব মাদক সেবনকারীরা মংলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ খায়রুল আলমের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পন করে। পরে এসব মাদক সেবনকারীদের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রবিউল ইসলামের করা ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়।

বিচারক ৮ মাদকসেবী সবাইকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আত্মসমর্পনকারী মাদক সেবীরা হলেন, উপজেলার মিঠাখালী ইউনিয়নের দত্তের মেঠ গ্রামের সুবির মন্ডলের ছেলে সমির মন্ডল (৫৬), আর্শিনী মন্ডলের ছেলে সুজন মন্ডল (৩৫), স্বপন শিকারীর ছেলে শোভন শিকারী (২৩), প্রকাশ সরকার’র ছেলে পার্থ সরকার (৩৮) ও একই এলাকার মোসলেম শেখ’র ছেলে কালাম শেখ (৪০),একই ইউনিয়নের সাতগড়িয়া গ্রাম এলাকার মোস্তফা শেখ’র ছেলে আলমগীর শেখ (২৫), প্রমানন্দ মন্ডল’র ছেলে সন্তস কুমার মন্ডল (৩৬) ও একই এলাকার ওমর আলী শেখ’র ছেলে কামাল শেখ (২৮)। এদের সবার বাড়ি মংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নে। এসব মাদক সেবীরনা ভবিষ্যতে আর কখনও মাদক সেবন করবে না বলে প্রশাসনের কাছে শপথ বাক্য পাঠ করেন। গতকাল দুপুরে আদারতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে বলে জানায় পুলিশ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com