স্টাফ রিপোর্টার: একাদশ শ্রেণীতে ভর্তি হতে না পারা শিক্ষার্থীরা মঙ্গলবার (১০ জুলাই) থেকে আবার আবেদন করতে পারবেন। আগামী ১৫ জুলাই পর্যন্ত এ আবেদন করা যাবে। এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক।
এই নিয়ে চতুর্থ দফায় আবেদনের সুযোগ দেয়া হচ্ছে শিক্ষার্থীদের। চতুর্থ দফায় আবেদন করা শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে আগামী ১৭ জুলাই। ১৮ থেকে ২০ জুলাই পর্যন্ত ভর্তিচ্ছুরা কলেজ সম্পর্কে নিশ্চিত হতে পারবেন। কলেজ নিশ্চিত হওয়া শিক্ষার্থীদেরকে ২১ থেকে ২৩ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজে ভর্তি হতে হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ডের আহ্বায়ক অধ্যাপক জিয়াউল হক বলেন, এখন যে আবেদনের সুযোগ দেয়া হয়েছে, এ ক্ষেত্রেও শিক্ষার্থীদের উচিত হবে নিজের মেধাতালিকা অনুযায়ী কলেজের পছন্দক্রম দেয়া। মেধাক্রম বেশি পেছনে হলে আর কলেজে আসন কম থাকলে আবেদন না করাই শ্রেয়। কেননা, তারা তখন পছন্দের কলেজ পাওয়া যাবে না।
ঢাকা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, এবার এসএসসি উত্তীর্ণ অন্তত পৌনে তিন লাখ শিক্ষার্থী ভর্তির আওতায় আসেনি। এবার শুধু এসএসসি ও দাখিল পরীক্ষায় পাস করেছে ১৪ লাখ ৯৩ হাজার ১৮৭ জন। তাদের মধ্যে ১১ লাখ ৩২ হাজার ৫২৫ জন ভর্তি নিশ্চায়ন করেছে। বাকিরাই ভর্তির আওতায় না আসা শিক্ষার্থী। এসব শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পাওয়া অনেকে আছেন। তিন দফায় আবেদন করে কলেজ না পাওয়া শিক্ষার্থী আছে ২৮ হাজারের বেশি।