রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০১:৪২ পূর্বাহ্ন
মোঃ জহিরুল ইসলাম সবুজ, আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় প্রেমেরটানে ধর্মান্তরিত হয়ে প্রেমের টানে ঘর ছারলেন সুমি।
জানাগেছে, উপজেলার সুজনকাঠি গ্রামের সদানন্দ বাড়ৈর মেয়ে সুমি বাড়ৈ পার্শবতী মোলা পাড়া গ্রামের রফ হাওলাদারের পুত্র বাবু হাওলাদার এর সাথে তিন বছর পূর্বে ্রপ্রেমের সম্পার্কে জরিয়ে পরে। গত ২১ সেপ্টেম্বর শুক্রবার বাড়ি থেকে পালিয়ে পায়। এঘটনায় সুমির পিতা সদানন্দ আগৈলঝাড়া থানায় একটি একটি সাধার ডায়েরি করেন। যার নং ৮৭২ তাং ২২-৯-২০১৮। সুমি বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর ২৩ সেপ্টেম্বর আদালতে হাজির হয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করে বাবু হাওলাদার এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বর্তমানে বাবুর পরিবারের কাছে রয়েছে সুমি।