বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সওজ অধিদপ্তরে মদ জুয়ার কাসিনো চালায় প্রকৌশলী জাহিদ উজ্জল স্মৃতিসৌধে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ স্লোগান, আটক ৩ সাইবার নিরাপত্তায় MGST এজেন্সির ফাহিমের প্রশংসনীয় উদ্যোগ শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কুড়িগ্রামে আটক-১ মানিব্যাগও ছিল না, এখন বিশাল শোডাউন কীভাবে- সারজিসকে তাসনিম জারার প্রশ্ন আলোর ছোঁয়া মানব কল্যাণ সোসাইটির উদ্যোগে কেরানীগঞ্জে গরিব-দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রমজানের মধ্যরাতে রাজধানীর স্পা সেন্টারে ৫৪ নারী-পুরুষ, পেলেন কঠিন সাজা সাবেক এক পৌর কমিশনারের লাশকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ডেসকোর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রস্তুতি ম্যাচে অধিনায়ক সৌম্য

প্রস্তুতি ম্যাচে অধিনায়ক সৌম্য

ভিশন বাংলা ডেস্কঃ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দল থেকে জায়গা হারিয়েছেন আগেই। জাতীয় লিগে খেলছিলেন। এর মধ্যেই তাকে ডেকে পাঠানো হলো জিম্বাবুয়ের বিপক্ষে অনুশীলন ম্যাচের জন্য। প্রস্তুতি ম্যাচে সৌম্যই নেতৃত্ব দেবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশের।

আগামীকাল শুক্রবার বিকেএসপিতে জিম্বাবুয়ের বিপক্ষে একটি প্রস্তুতিমূলক ওয়ানডে ম্যাচ খেলবে বিসিবি একাদশ। এই ম্যাচে সৌম্য ছাড়াও আছেন জাতীয় দলের বাইরে থাকা মোসাদ্দেক হোসেন সৈকত। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দলে থাকা ফজলে রাব্বি মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও আরিফুল হকরা আছেন। এছাড়া নাঈম হাসান, জাকির হোসেন, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসিন মিশু, মিজানুর রহমান, এবাদত হোসেন চৌধুরীদেরও পরখ করে নিচ্ছেন নির্বাচকরা।

আগামী রবিবার হবে প্রথম ওয়ানডে ম্যাচ। সিরিজের প্রথম ওয়ানডে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে, ম্যাচটি হবে দিবারাত্রির। পরের দুটি ওয়ানডে ২৪ আর ২৬ অক্টোবর।

সিরিজে তিনটি ওয়ানডে ছাড়াও দু’টি টেস্ট খেলবে দলটি। সিরিজের প্রথম টেস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু ৩ নভেম্বর। এর মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে যোগ হবে বাংলাদেশের আরেকটি ভেন্যু। দ্বিতীয় টেস্ট ১১ নভেম্বর থেকে শুরু হবে মিরপুরে।

সর্বশেষ জিম্বাবুয়ে দল দক্ষিণ আফ্রিকা সফর করেছে। সেখান থেকেই সরাসরি এসেছে বাংলাদেশে। ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জেতার পর স্বাগতিক দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজও ২-০ ব্যবধানে জিতে নিয়েছে।

২০১৪ সালে সর্বশেষ বাংলাদেশে পূর্ণাঙ্গ সফর করেছিল জিম্বাবুয়ে। ২০১৬ সালের শুরুতে অবশ্য শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলে গিয়েছিল দলটি। আর চলতি বছরের জানুয়ারিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশ নিয়েছিল জিম্বাবুইয়ানরা।

প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশ
সৌম্য সরকার (অধিনায়ক), মিজানুর রহমান, ফজলে রাব্বি মাহমুদ, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকির হোসেন, আরিফুল হক, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দিন, ইয়াসিন মিশু, এবাদত হোসেন চৌধুরী, মোরশেদুল আখতার, নাঈম হাসান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com