সোমবার, ১৯ মে ২০২৫, ০৯:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ভোলার উন্নয়নে রাষ্ট্রীয় হস্তক্ষেপের দাবি: প্রধান উপদেষ্টার প্রতি স্মারকলিপি জুলাই যোদ্ধার অনুদান পেলেন যুবলীগ নেতা, তদন্ত কমিটি গঠন মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ কান উৎসবে প্রথম টেলিভিশন নারী সাংবাদিক শাহরিন জেবিন সরকারী খোলা থাকার নির্দেশ অমান্য করে তালা ঝুলছে নিকারিপাড়া প্রাথমিক বিদ্যালয়ে বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়: হাসনাত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড সিরাজগঞ্জ জেলা বিএনপি সহসভাপতি রানার পিতা টি এম মহশীনের ১১তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল উদয়ন আইডিয়াল স্কুলের বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন সচেতনতা বাড়াতে ৮০০ ছাত্রীর মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ
একটি ম্যাচ দিয়ে রাব্বিকে বিচার করা উচিত নয় : মাশরাফি

একটি ম্যাচ দিয়ে রাব্বিকে বিচার করা উচিত নয় : মাশরাফি

ভিশন বাংলা ক্রীড়াঃ  জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অভিষেক ঘটে বাঁ-হাতি ব্যাটসম্যান ফজলে মাহমুদ রাব্বির। তবে অভিষেক ম্যাচেই ৪ বল খেলে শূন্য রানে আউট হন তিনি। এর পরও দ্বিতীয় ওয়ানডেতে রাব্বিকে দলে রাখতে চান বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ম্যাচের আগে রাব্বিকে নিয়ে মাশরাফি গণমাধ্যমকে বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি, অবশ্যই আরেকটি সুযোগ রাব্বির পাওয়া উচিত। একটি ম্যাচ দিয়ে কাউকে বিচার করা কঠিন। বলতে পারেন, তাকে প্রথম ম্যাচে কেন নেওয়া হলো? তাহলে বলতে পারেন এটা ভুল। কিন্তু নেওয়ার পর অবশ্যই তাকে আরও সুযোগ দেওয়া উচিত। কারণ একটি ম্যাচ দিয়ে তাকে বিচার করা উচিত নয়। আর যে বলে সে আউট হয়েছে সেটাতেও দোষ দেয়ার কিছু নেই।’

তিনি আরও বলেন, ‘আমি যদি রাব্বির জায়গায় থাকতাম তাহলে প্রত্যাশা করতাম যে আমি সামনের ম্যাচে খেলব। বাকিটা তো নির্বাচক, টিম ম্যানেজম্যান্টের ব্যাপার। আমি রাব্বি হিসেবে বলছি, আমার কাছ থেকে অবশ্যই মনে হয় যে তার আরেকটা সুযোগ প্রাপ্য।’

তবে রাব্বিকে দলে নেয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্ট নেবে বলে জানিয়েছেন টাইগার অধিনায়ক।

এ বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচকরা আছেন, টিম ম্যানেজম্যান্ট আছে। একা দায়িত্ব নিয়ে আর খেলানোর সিদ্ধান্ত  নেওয়া যায় না। আমরা নিকট অতীতে সব খেলোয়াড়কে ব্যাকআপ করেছি। যতটুকু সম্ভব চেষ্টা করেছি। যেহেতু ব্যাকআপ করেছি, এখনও করছি তাই তাকে পূর্ণ সমর্থন দিতেই হবে। যতদূর সম্ভব তাকে সহযোগিতা করা হবে।’

আজ বুধবার দুপুরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। এর আগে প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com