বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৪:০৫ অপরাহ্ন

বাংলাদেশের বিপক্ষে দীর্ঘদিন পর উইন্ডিজ দলে ব্র্যাভো

বাংলাদেশের বিপক্ষে দীর্ঘদিন পর উইন্ডিজ দলে ব্র্যাভো

ক্রীড়া ডেস্কঃ বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে দল ঘোষণা করেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।  তিন ম্যাচের এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলের নেতৃত্ব দেবেন ডানহাতি ব্যাটসম্যান রোভম্যান পাওয়েল। বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে দুই বছরেরও বেশি সময় পর আবারো ক্যারিবীয় দলে ফিরলেন বাঁ-হাতি ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো। ১৫ সদস্যের ওয়ানডে দলে ফিরেছেন টি-টোয়েন্টি অধিনায়ক কালোর্স ব্র্যাথওয়েট ও অফ-স্পিন বোলিং অলরাউন্ডার রোস্টন চেজ।

ইনজুরির কারণে বাংলাদেশ সফরে আসতে পারেননি নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডার। টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেন ক্রেইগ ব্র্যাথওয়েট। এবার ওয়ানডে নেতৃত্ব পেলেন পাওয়েল। এ ব্যাপারে ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক বলেন, ‘আমাদের বিশ্বাস অধিনায়ক জেসন হোল্ডারের অনুপস্থিতিতে ওয়ানডে সিরিজে দল প্রতিন্দ্বন্দিতা করবে, বিশেষভাবে ড্যারেন ব্রাভো দলে ফরায়। ব্রাভোর ব্যাটিং দলের শক্তি বাড়াবে।’

ব্যক্তিগত কারণে গত অক্টোবরে ভারত সফরে ওয়ানডে সিরিজে খেলেননি মারকুটে বাঁ-হাতি ব্যাটসম্যান এভিন লুইস। এবার বাংলাদেশের বিপক্ষে সিরিজেও দলে নেই তিনি। কিন্তু গত সপ্তাহে শেষ হওয়া টি-টেন লিগে পাঞ্জাব লিজেন্ডসের হয়ে খেলেছেন এই তরুণ হার্ডহিটার ব্যাটসম্যান।

তবে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো বলছে, ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন লুইস এবং ভারত সফরের বিমানে ওঠার ৪৮ ঘণ্টা আগে নিজেকে সেখান থেকে সরিয়ে নেন তিনি। জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে এই সপ্তাহে ত্রিনিদাদে বোর্ডের ডিরেক্টর জিমি অ্যাডামসের সাথে আলোচনায় বসবেন লুইস।

টি-টোয়েন্টি অধিনায়ক ব্র্যাথওয়েট জাতীয় দলের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছেন চলতি বছরের মার্চে। বিশ্বকাপের বাছাই পর্বের পর বাংলাদেশের বিপক্ষে দেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে ক্যারিবীয়রা। ওই সিরিজের দলে জায়গা হয়নি ব্র্যাথওয়েটের। অবশেষে এক সিরিজ শেষে আবারো দলে ফিরলেন তিনি।

নিয়মিত টেস্ট খেললেও ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে নিজের জায়গা পাকাপোক্ত করতে পারেননি চেজ। ২০১৭ সালের জুলাইয়ে সর্বশেষ সীমিত ওভারের ক্রিকেটে অংশ নেন চেজ। ৮ ওয়ানডেতে ব্যাট হাতে ৬৮ ও বল হাতে ১ উইকেট আছে তার।

ভারত সফরে ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দলে জায়গা হয়নি বাঁ-হাতি পেসার ওবেড ম্যাককয় ও অ্যাশলে নার্সের। তবে ভারতের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হওয়া ব্যাটসম্যান চন্দরপল হেমরাজ, অলরাউন্ডার ফ্যাবিয়ান অ্যালেন ও ওশানে টমাস দলে নিজেদের জায়গা ধরে রেখেছেন।

আগামী ৯ ডিসেম্বর থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল : রোভম্যান পাওয়েল (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, শাই হোপ, দেবেন্দ্র বিশু, চ›ন্দরপল হেমরাজ, শিমরন হেটমায়ার, কেমো পল, কাইরন পাওয়েল, ফ্যাবিয়ান অ্যালেন, কার্লোস ব্র্যাথওয়েট, কেমার রোচ, সুনীল অ্যামব্রিস ও ওশানে টমাস।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com