মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন
মোঃ ইব্রাহিম আলী সুজনঃ মহান বিজয় দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে, নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়স্থ স্বাধীনতা অম্লাণ স্মৃতি স্থাম্বের পাদদেশে মহান শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পমাল্য অর্পণ শেষে, সকাল নয়টায় নীলফামারী হাই স্কুল বড় মাঠে। এ জাতীয় পতাকা উত্তোলন করেন, নীলফামারী জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব নাজিয়া শিরিন মহোদয় ও নীলফামারী জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন মহোদয়। জাতীয় পতাকা উত্তোলন শেষে,জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সংবর্ধনা জানান,মাননীয় পুলিশ সুপার ও জেলা প্রশাসক মহোদয়। মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সংবর্ধনা শেষে, তারা কুচকাওয়াচ পরিদর্শন করেন । কুচকাওয়াচ এ অংশ গ্রহন করে বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান । কুচকাওয়াচ শেষে সংগঠনের দলগুলো শারীরিক কসরত প্রদর্শন করে । উক্ত অনুষ্ঠান শেষে, বিজয়ী দলগুলোকে পুরস্কৃত করেন মাননীয় পুলিশ সুপার মহোদয়,জেলা প্রশাসক নীলফামারী মহোদয় সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ । উক্ত অনুষ্ঠান উপভোগ করে,বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রী এবং নীলফামারী শহরের সম্মানিত নাগরিকবৃন্দ।