রবিবার, ১৯ মে ২০২৪, ১২:৪৪ অপরাহ্ন

নেতৃত্বে নতুন মুখের সম্ভাবনা : ছাত্রলীগের সম্মেলন

নেতৃত্বে নতুন মুখের সম্ভাবনা : ছাত্রলীগের সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:  বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সম্মেলন আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত ১২ ই জানুয়ারি কেন্দ্রীয় কমিটির জরুরী সভায় প্রধানমন্ত্রীর সম্মতি সাপেক্ষে এই সিদ্ধান্ত নেয়া হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন সম্ভাব্য এই তারিখ ঘোষণা করেন। উল্লেখ্য যে, ৯০ এর দশকের পপর এবারই প্রথম নির্ধারিত সময়ে সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে সোহাগ-জাকির পরিষদ। দলীয় সূত্রে জানা গেছে, যোগ্য প্রার্থী নির্বাচনের জন্য তিনজন দলীয় নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। নেতৃত্ব নির্বাচনের অদৃশ্য সিন্ডিকেটের প্রভাবে এবার আর নেতৃত্ব নির্বাচন করা হবে না। সম্মেলন ঘিরে পদ প্রত্যাশী থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ আর উদ্দীপনা কাজ করছে। সম্মেলনকে সামনে রেখে ইতিমধ্যেই উপর মহলে দৌড়ঝাঁপ শুরু করেছেন পদপ্রত্যাশীরা। এক্ষেত্রে তারা পিছিয়ে নেই নিজেদের মাঠ গোছাতেও। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, নতুন কমিটিতে পুরাতনদের বাদ দিয়ে নতুনমুখদের সুযোগ করে দিয়ে একটি বেগবান এবং চাঙ্গা সংগঠন চায় আওয়ামীলীগ। এবারে নতুন মুখদের মধ্যে উদীয়মান নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সভাপতি শরীফুল হাসান শুভর নামই বেশ জোরেশোরে শোনা যাচ্ছে। বঙ্গবন্ধুর মূরাল স্থাপন দাবি এবং বঙ্গবন্ধু ল কমপ্লেক্স নির্মানের দাবিতে নেতৃত্ব দিয়ে লাইমলাইটে চলে আসেন ছাত্রলীগ নেতা শুভ। ভারতের বেশ কয়েকজন মন্ত্রীর সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করেন এই ছাত্র নেতা। নিজেকে সভাপতি পদে দেখতে উপরমহলে যোগাযোগে কোনরুপ ঘাটতি রাখেননি জামালপুরের এ কৃতি সন্তান। এছাড়া পুরাতনমুখদের মধ্যে যাদের সম্ভাবনা রয়েছে তারা হলেন, বর্তমান কমিটির সহ-সভাপতি মেহেদি হাসান রনি, আল আমিন (ঢাবি ছাত্রলীগের সাবেক সভাপতি), রুহুল আমিন, সোহান খান, চৈতালী হালদার চৈতি, আদিত্য নন্দি, আরেফিন সিদ্দিক সুজন, জাহাঙ্গীর আলম। যুগ্ম সাধারণ সম্পাদকদের মধ্যে রয়েছেন দিদার মোহাম্মদ নিজামুল ইসলাম, সায়েম খান ও শাহিদুল ইসলাম শাহেদ। সাংগঠনিক সম্পাদকদের মধ্যে সৈকতুজ্জামান সৈকত, আশিকুল পাঠান সতু, দারুস সালাম শাকিল, মশিউর রহমান শরিফ, বি এম এহতেশাম ও শেখ জসিম উদ্দিন পদ প্রত্যাশী। বর্তমান কমিটিতে সম্পাদকদের মধ্যে আছেন দেলোয়ার শাহজাদা (দপ্তর সম্পাদক), গোলাম রাব্বানী (শিক্ষা ও পাঠচক্র সম্পাদক), আল নাহিয়ান খান জয় (আইন সম্পাদক), সাইফ বাবু (প্রচার সম্পাদক), ইয়াজ আল রিয়াজ (ত্রাণ ও দুর্যোগ সম্পাদক), রাকিব হোসেন (কর্মসূচি বিষয়ক সম্পাদক), এ বি এম হাবিবুল্লাহ বিপ্লব (পরিবেশ সম্পাদক), চিন্ময় রায় (ক্রীড়া সম্পাদক), মাজহারুল ইসলাম শামিম (প্রশিক্ষণ সম্পাদক) ও বরকত হোসেন হালদার (কৃষি সম্পাদক) প্রমুখ। উল্লেখ্য যে, এবার নেতৃত্ব নির্বাচনে রাজশাহী ও বরিশাল বিভাগ প্রাধান্য পেতে পারে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com