সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১১:১৭ অপরাহ্ন

রোহিঙ্গা শরণার্থীদের দেখতে বাংলাদেশে আসছেন অ্যাঞ্জেলিনা জোলি

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৪১৫

বিনোদন ডেস্কঃ হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি রোহিঙ্গা শরণার্থীদের দেখতে আজ (সোমবার) বাংলাদেশে আসছেন। জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের বিশেষ দূত হিসেবে তিনি বাংলাদেশে আসছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।এমিরেটসের একটি ফ্লাইটে আজ সকালে ঢাকায় পৌঁছার পর অ্যাঞ্জেলিনা জোলি সরাসরি কক্সবাজারে যাবেন।যদিও অ্যাঞ্জেলিনা জোলির এ সফর নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি ইউএনএইচসিআরের ঢাকা অফিস।আমেরিকান অভিনয়শিল্পী অ্যাঞ্জেলিনা জোলি ২০১২ সাল থেকে ইউএনএইচসিআরের বিশেষ দূত হিসেবে কাজ করছেন।সূত্র জানায়, রোহিঙ্গা শরণার্থীদের সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণেই বাংলাদেশে আসবেন জোলি। তবে নিরাপত্তার স্বার্থে নির্দিষ্ট তারিখ প্রকাশ করছে না তারা। বাংলাদেশে পৌঁছানোর পরই বিষয়টি জানানো হবে।এর আগে ২০১৭ সালেও বাংলাদেশে আসতে চেয়েছিলেন জোলি। তখন নিরাপত্তার কারণে তিনি আসতে পারেননি। এর পর ২০১৮ সালের অক্টোবরেও দ্বিতীয়বারের মতো বাতিল হয়েছে তার বাংলাদেশ সফর।অ্যাঞ্জেলিনা জোলি রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা সরেজমিন দেখার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গেও দেখা করবেন বলে জানা গেছে।জোলির আগে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও রোহিঙ্গা শিবির দেখতে বাংলাদেশে এসেছিলেন। গত বছরের মে মাসে ইউনিসেফের শুভেচ্ছাদূত হয়ে এসেছিলেন তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com