বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে এক হচ্ছে সাত কলেজ ৬৭৮ কোটি মানিলন্ডারিং, ডায়মন্ড ওয়ার্ল্ড মালিকের বিরুদ্ধে মামলা নরসিংদীতে অতিরিক্ত নামজারী করে অধিগ্রহণের টাকা উত্তোলনের চেষ্টা—জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড নরসিংদীর করিমপুর ইউনিয়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত সৌদিতে বাস‑ট্যাঙ্কার সংঘর্ষে ৪২ ভারতীয় নিহতের আশঙ্কা হাসিনার রায়: সজীব ওয়াজেদের সতর্কবার্তা বৈধ-অবৈধ সব ফোনই পাচ্ছে স্বয়ংক্রিয় নিবন্ধন অর্থ আত্মসাতের অভিযোগে অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা হাইকোর্টে মামলার স্থগিতাদেশ: চার বছর ধরে মানবেতর জীবনে নরসিংদীর তানিয়া ও তার শিশু কন্যা

৬০ লাখ টাকা দিয়েও দেখা মেলেনি স্বপ্নের নায়িকার!

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩ আগস্ট, ২০১৯
  • ৫১২

ভিশন বাংলা ডেস্ক: ঠিক যেন বলিউডের ‘মস্ত’ সিনেমারই গল্প। প্রিয় অভিনেত্রী ‘মল্লিকা’ ওরফে উর্মিলার সঙ্গে দেখা করতে ঘরবাড়ি সব ছেড়েছুড়ে এক ভক্ত (নায়ক) ছুটে গিয়েছিল মুম্বাইয়ে। ঠিক সে রকমই ঘটেছে এবার বাস্তবেও। স্বপ্নের নায়িকাকে এক পলকের জন্য কাছে পেতে মরিয়া এক ভক্ত। প্রাণবাজি রেখে, সর্বস্ব খুইয়ে প্রিয় তারকাকে একঝলক দেখবে বলে ছুটে গেছে প্রান্ত থেকে প্রান্তরে। এখানেই শেষ নয়!

প্রিয় অভিনেত্রীর সঙ্গে দেখা করতে ওই যুবক খুইয়েছেন ৬০ লাখ টাকা। তবুও নায়িকা কাজল আগরওয়ালের দেখা মেলেনি অন্ধ অনুরাগীর। এ যেন হুবহু সিনেমার চিত্রনাট্য। তাইবলে ৬০ লাখ টাকা? শুনে ভ্রুযুগল কিঞ্চিৎ উত্থিত হলেও তা সত্যি। তা কীভাবে এত টাকা খোয়ালেন ওই যুবক? ঘটনা শুনে তাজ্জব হয়েছেন খোদ পুলিশও। দক্ষিণী অভিনেত্রী কাজল আগরওয়াল যিনি বলিউড ব্লকব্লাস্টার ‘সিংঘম’ ছবিতে অজয় দেবগণের বিপরীতে অভিনয় করেছেন। তারই এক অন্ধ ভক্ত ঘটিয়েছেন এমন কাণ্ড।

রামানাথপুরের বাসিন্দা ওই যুবক কাজলের সঙ্গে দেখা করতে কোনরকম চেষ্টার কমতি করেননি। ফিল্ম স্টুডিওর বাইরে তার আনাগোনা তো ছিলই, এমনকি সহকারি পরিচালক থেকে স্টুডিওর কর্মচারী, যাকেই সামনে পেতেন তার কাছেই বায়না ধরতেন। শত কাকুতি-মিনতির উদ্দেশ্য একটাই- কাজল আগরওয়ালের সঙ্গে একটু দেখা করা এবং সামান্য কথা বলা। তার এই দুর্বলতা বুঝেই সুযোগ নেন ঠগবাজরা।

পুলিশসূত্রে খবর, ওই যুবকের আবদার মেটানোর দায়িত্ব নেয় একটি চক্র। সোশ্যাল মিডিয়ায় নিজেদের পেজ দেখিয়ে যুবকের আকর্ষণ আরও বাড়িয়ে তোলে। এরপর শুরু হয় টাকা আদায়ের পালা। প্রথমে ৫০ হাজার টাকা নেয় তার কাছ থেকে। আর্থিকভাবে স্বচ্ছল থাকায় প্রথমদিকে কোনও আপত্তি করেনি যুবক। কিন্তু সমস্যা শুরু হয় এরপর থেকেই। কাজলের সঙ্গে দেখা করতে মরিয়া হয়ে ওঠে সে।

এরপর শুরু হয় অপর পক্ষ থেকে ব্ল্যাকমেইলিং। তিন দফায় ৬০ লাখ টাকা আদায়ের খবর ওই ব্যক্তি লিখিতভাবে পুলিশের কাছে জানিয়েছেন। তবুও, প্রিয় নায়িকা কাজল আগরওয়ালের দেখা পাননি তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com