একজন লিখেছেন, এই অ্যাওয়ার্ড বাণিজ্য অনেক আগে থেকেই চালু হয়েছে। আপনি যেমন ঘরের লোক হয়ে সবকিছু জানেন তেমনি আমরা প্রতিবেশী হয়েও কম বেশি ঘটনা জানি। আপনারা অভিজ্ঞ মানুষ, পেছনের ইতিহাস আপনাদের জানা আছে তাই ইচ্ছা থাকা সত্ত্বেও সেখানে যাননি। আপনাদের মতো আর্টিস্টদের অ্যাওয়ার্ডের প্রয়োজন নেই কারণ বাংলার ১৮ কোটি মানুষ আপনাদের খুব ভালো করেই চিনে এবং জানে,যাদের পরিচয় পরিচিতির জন্য বাণিজ্য মার্কা অ্যাওয়ার্ডের প্রয়োজন হয় না!