বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন
বক্স অফিসে একটা দারুণ দ্বিতীয় সপ্তাহ কাটাল আলিয়া ভাটের স্পাই থ্রিলার ‘রাজি’। আলিয়া ও ভিকি কৌশলের এই ছবিটি প্রেক্ষাগৃহে তৃতীয় সপ্তাহে পা দিয়েছে। আর ইতিমধ্যে ছবিটি আয় করে ফেলেছে ৯৩ দশমিক ৮৮ কোটি রুপি। আশা করা হচ্ছে তৃতীয় সপ্তাহেই ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করবে ‘রাজি’।
১৫তম দিনে ছবিটির আয় ছিল ২ দশমিক ২৫ কোটি রুপি।
এ বিষয়টি নিশ্চিত করে ভারতখ্যাত ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর ট্যুইটার হ্যান্ডেলে লেখেন, বক্স অফিসকে বেশ শক্ত হাতে ধরে রেখেছে রাজি। নতুন মুক্তি পাওয়া ছবিগুলো এর আয়ে খুব একটা বাধা সৃষ্টি করতে পারছে না। তৃতীয় রবিবারেই হয়তো ছবিটি ১০০ কোটি আয়ের ঘরে পা রাখবে।
গত ১১ মে মুক্তি পায় মেঘনা গুলজার পরিচালিত ছবি ‘রাজি’।
সূত্র : বলিউড লাইফ.কম