বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:০৪ অপরাহ্ন
বিনোদন ডেস্ক: প্রথমে অপরিচিত মনে হতে পারে যে কারোরই!তবে একটু খেয়াল করলেই বোঝা যায়; ইনিই ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে তিশার পোস্ট করা একটি ছবি ঘিরেই এতকিছু। ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য গার্ল’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করতে গিয়ে ভিন্ন এক রূপে ধরা দিয়েছেন তিশা। এতে দেখা যাচ্ছে মাথা ও মুখ ঢাকা লাল কাপড়ে মোড়ানো অভিনেত্রীকে।
ফেসবুকে তিশা লিখেছেন, আমি এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের অংশ হতে পেরে গর্বিত। আমাদের সবারই নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত।
সম্প্রতি শেষ হয়েছে পরিচালক আফজাল হোসেন মুন্নার ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য গার্ল’ স্বল্পদৈর্ঘ্যর শুটিং। ধর্ষণের মতো ন্যক্কারজনক ঘটনার বিষয়ে মানুষের মধ্যে পরিবর্তন আনার চিন্তা থেকেই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানানেরা কথা বলেছেন নির্মাতা।