বিনোদন ডেস্ক: সিয়াম-পূজা জুটির প্রথম ছবি ‘পোড়ামন ২’ ঢালিউডে প্রশংসিত হয়েছিল। এ জুটির দ্বিতীয় ছবি ‘দহন’ শীঘ্রই মুক্তি পাচ্ছে। জানা গেছে, ঢালিউডের এ জুটিকে দেখা যাবে বলিউডেও। ছবির নাম ‘জ্বলন’। বলিউডের রেমো ডি সুজার প্রতিষ্ঠানের ব্যানারে এটি নির্মাণ হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে ছবিটি পরিচালনা করবেন বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার ও নির্মাতা জায়েস প্রধান।
এ বিষয়ে সিয়াম বলেন, সিনেমা নিয়ে আমার স্বপ্ন অনেক। প্রথম সিনেমার সাফল্যের পর যেন তেন কিছু করার ইচ্ছা কখনোই নেই। এই ছবিটির মাধ্যমে আমার স্বপ্নের একটা ধাপ পূরণ হবে বলে আশা করছি। সব কিছু ঠিক থাকলে শিগগিরই মুম্বাইতে কাজে অংশ নেবো।
পূজা চেরি বলেন, আমি ও সিয়াম এ ছবিতে কাজ করতে যাচ্ছি। মুম্বাইয়ে শুটিং হবে ছবিটির। বর্তমানে ‘দহন’-এর ডাবিং চলছে। একদিনের মধ্যে ডাবিং শেষ হবে, এরপর এ ছবির জন্য প্রস্তুতি নেবো।