শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন
মানিকগঞ্জের বিভিন্ন মনোরম লোকেশনে টানা দুইদিন চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন সাজিন খান। এতে মডেল হিসেবে অভিনয় করেছেন চিত্রনায়িকা ফারজানা রিক্তা। তার সাথে আছেন সোহেল আহম্মেদ এবং দীপক কর্মকার। থাকছে ডি এইচ আকাশের উপস্থিতিও।নিজের নতুন গান প্রসঙ্গে আকাশ বলেন, ‘গান আমার সাধনায়। সাঁই আমার এই সাধনারই বহি:প্রকাশ। আমি অনেক আনন্দিত এই কারণে যে, সাঁই গানটি দেশের অন্যতম প্রধান প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রকাশ হচ্ছে। যারা শ্রোতাদের কাছে একটি গান পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থ্যা করে থাকে। আশা করছি শ্রোতা-দর্শকদের গানটি ভালো লাগবে।ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, গত ২৮ নভেম্বর , বুধবার প্রতিষ্ঠানটি তাদের ফোক গান প্রমোশনের প্ল্যাটফর্ম ধ্রুব মিউজিক কটেজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করে সাঁই গানটি। পাশপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।