মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০১:০২ অপরাহ্ন

কলকাতার ছবিতে গান গাইবেন জয়া আহসান

কলকাতার ছবিতে গান গাইবেন জয়া আহসান

বিনোদন ডেস্ক: কলকাতার নতুন ছবি ‘বিনি সুতোয়’ অভিনয় করতে যাচ্ছেন জয়া আহসান। অতনু ঘোষ পরিচালিত ছবিটিতে অভিনয়ের পাশাপাশি একটি গানে কণ্ঠও দিবেন দুই বাংলার দর্শকপ্রিয় এই অভিনেত্রী। এবারই প্রথম কোনো চলচ্চিত্রের গানে কণ্ঠ দিচ্ছেন বলে জানিয়েছেন তিনি। ছবিটি সম্পর্কে জয়া আহসান বলেন, “আমার পরবর্তী ছবি ‘বিনি সুতোয়’। পরিচালক অতনু ঘোষ। শিগগির এর শুটিং শুরু হবে।” ‘বিনি সুতোয়’ জয়া আহসানের বিপরীতে অভিনয় করবেন ঋত্বিক চক্রবর্তী। এখানে কাজল সরকারের চরিত্রে  ঋত্বিক ও শ্রাবণী বড়ুয়ার চরিত্রে জয়াকে দেখা যাবে। পরিচালক অতনু ঘোষ বলেন, ‘এই সময়ে  ভারতে জয়া এবং  ঋত্বিক দুজনই সংবেদনশীল ও  প্রতিভাবান শিল্পী। তাঁদের এক ফ্রেমে দেখতে দর্শক নিশ্চয়ই পছন্দ করবে। আমারও ইচ্ছে তাঁদের এক ফ্রেমে দেখা।’ অতনু ঘোষ জানান, আগামী ১ ফেব্রুয়ারিতে ছবির শুটিং কলকাতায় শুরু হবে। তাঁর পরিচালিত ‘ময়ূরাক্ষী’ শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্র হিসেবে ২০১৭ সালে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2014 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com