শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ছাত্রীদের মারধর করায় গণবিক্ষোভের জেরে পদত্যাগ পত্রে স্বাক্ষর করলেন প্রধান শিক্ষক বীর চট্টগ্রামের গর্বিত সন্তান নাদিম চৌধুরীকে কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সভাপতি হিসেবে দেখতে চাই নরসিংদীর মনোহরদীতে ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা সংগ্রামের গল্প: ভোলার সন্তান আব্দুল্লাহ আল মামুন তালুকদার একজন নেতা, একজন স্বপ্নদ্রষ্টা কটিয়াদীতে ৬ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার মির্জাপুরে স্কুল শিক্ষক বসতবাড়ি আগুনে পুড়ে ছাই রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগে পুনর্মিলনী উপলক্ষে আহ্বায়ক কমিটি গঠন চুক্তি মেনেই সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে: ভারত ইপিজেড ক্লাবের দোয়া মাহফিল অনুষ্ঠিত
‘বিউটি সার্কাস’র প্রথম ঝলকে হাজির জয়া

‘বিউটি সার্কাস’র প্রথম ঝলকে হাজির জয়া

বিনোদন ডেস্ক: গোলাপ, শাড়ি, চুড়ি, গলার হার, জুয়েলারি বক্স নেওয়া হচ্ছে খাঁচায় করে। একটা মেয়ে টেবিলের ওপর হাঁটু ভাঁজ করে অন্যদিকে মুখ করে বসে আছে। মাথা নিচু। একহাত দিয়ে মুখটা ঢাকা। কিছুক্ষণ পর ওপর থেকে কাপড়ে ঝুলে নিচে নেমে এলেন তিনি। মাথায় পায়রা, গায়ে জাদুকরি পোশাকে মোহনীয় ভঙ্গিতে দু’হাতে রঙিন কাপড় সরাতেই উড়ে যেতে থাকলো পায়রা। এরপর হাজার হাজার দর্শকের সামনে বলে দিলেন ‘আই লাভ ইউ’।
মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’-এর টিজারে এভাবেই হাজির হয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) ইউটিউবে চ্যানেল আই টিভি চ্যানেলে প্রকাশিত হয় এটি। এর ব্যাপ্তি ৫২ সেকেন্ড। ফেসবুকে ‘বিউটি সার্কাস’, চ্যানেল আই ও দারাজের অফিসিয়াল পেজেও দেখা যাচ্ছে এটি।
তবে কার উদ্দেশে জয়ার এই ভালোবাসা? সেই প্রশ্ন রেখেই শেষ হয়েছে টিজার। ছবিটিতে চিত্রনায়ক ফেরদৌস, তৌকীর আহমেদ, শতাব্দী ওয়াদুদ ও এবিএম সুমনের বিপরীতে সার্কাস কন্যা ‘বিউটি’রূপে অভিনয় করেছেন তিনি। টিজারে তারা চারজনই ভিন্ন ভিন্ন চরিত্রে হাজির হয়েছেন।
‘বিউটি সার্কাস’ মূলত সার্কাসকে কেন্দ্র করে একজন নারীর টিকে থাকার সংগ্রাম। সার্কাস আক্রান্ত হওয়ার পরও গণমানুষের পক্ষ নিয়ে হুমকির মুখেও একজন নারীর আপন শক্তিতে টিকে থাকার গল্প রয়েছে এতে।
চরিত্রটির প্রয়োজনে নিজেকে ঢেলে সাজিয়েছেন জয়া। স্টান্টম্যান ছাড়াই হেঁটেছেন সার্কাসের দড়িতে। নিজের চরিত্র প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি আমার অভিনয় জীবনের রোমাঞ্চকর কাজগুলোর মধ্যে অন্যতম। অভিনয়শিল্প আপনাকে এমন কিছু জায়গায় নিয়ে যায়, যেখানে আগে কোনোদিন যাননি, আবার এমন কিছু চরিত্র প্রদর্শনের সুযোগ করে দেয়, যার অভিজ্ঞতাও পুরোপুরি নতুন।’
২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি ‘বিউটি সার্কাস’-এর শুটিং শুরু হয়। নওগাঁর সাপাহার ও মানিকগঞ্জে সার্কাসের বিশালযজ্ঞে নির্মিত ছবিটি এখন সম্পাদনার টেবিলে। নির্মাতা মাহমুদ দিদার জানান, শিগগিরই মুক্তি পাবে এটি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com