মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত যৌনকর্মীদের অধিকার, মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ৫০ কোটি টাকার বেশি ব্যাংক ঋণের প্রায় অর্ধেকই খেলাপি বন্দরে অবৈধ গ্যাস ব্যবহারবিরোধী অভিযান: তিন স্পটে এক লাখ টাকা করে জরিমানা ছাত্র বা সন্তানের বয়সি কর্মকর্তারাও ‘স্যার’ সম্বোধন শুনতে চান নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত পঙ্গু হাসপাতালে বেগম খালেদা জিয়ার নামে ভিত্তিপ্রস্তর স্থাপনের মোড়ক উন্মোচন ও পিঠা উৎসব অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার সাক্ষাৎ শেষে নিজেদের অবস্থান পরিস্কার করল এনসিপি বৈষম্য ও শোষণমুক্ত বাংলাদেশের পথে ‘হ্যাঁ’ ভোট দিন: প্রধান উপদেষ্টা নরসিংদীর বেলাবোতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, ভাঙচুর-আগুন

অলিম্পিক গেমসকে উদ্দেশ্য করে জাপান যাচ্ছেন আলেকজান্ডার বো

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯

বিনোদন ডেস্কঃ জাপানের রাজধানী টোকিওতে ২০২০ সালের জুলাই থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘অলিম্পিক গেমস’-এর আসর। আসন্ন অলিম্পিকে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে কারাতে প্রতিযোগিতা। ওই প্রতিযোগিতায় অংশ নেয়ার ট্রেনিং এবং কয়েকটি সেমিনারে অংশ নিতে বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত ১২ টার ফ্লাইটে টোকিও যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়ক আলেকজান্ডার বো।

সেখানাকার সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল ফেডারেশনের (এসকেইএফ) আয়োজন করেছে একটি সম্মেলনের, যেখানে সংগঠনটির সদস্য দেশগুলোর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। বিশ্বের যেসব দেশ কারাতে খেলে থাকে তারাই এসকেইএফ-এর সদস্য। আলেকজান্ডার বো হলেন এসকেইএফ-এর বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট। তার সঙ্গে আছেন আরেক ভাইস প্রেসিডেন্ট মইনুল হোসেন।

মূলত তারা দুজনেই বাংলাদেশ কারাতে ফেডারেশনের সদস্য। আলেকজান্ডার বো এবং মইনুল হোসেন দুজনেই সেখানে যাচ্ছেন। চিত্রনায়ক আলেকজান্ডার বো চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে এসব তথ্য জানান।

তিনি বলেন, অলিম্পিক গেমসকে উদ্দেশ্য করেই জাপানে যাচ্ছি। সেখানে অলিম্পিক গেমসে বিভিন্ন নিয়মকানুন জানানো হবে।

এবারই প্রথম অলিম্পিকে যুক্ত হয়েছে কারাতে। তাই কিছু ট্রেনিং নিতে হবে বলে জানালেন নায়ক আলেকজান্ডার। বাংলাদেশ আসন্ন অলিম্পিকে কারাতে-তে অংশ নিচ্ছে কিনা জানতে চাইলে আলেকজান্ডার বো বলেন, কিছুটা সন্দেহ আছে। পয়েন্টের উপর নির্ভর করছে। সবকিছু পরিষ্কারভাবে বোঝা যাবে (এসকেইএফ)-এর ট্রেনিং এবং সেমিনারের পরে। তিনি বলেন, ২৯-৩১ মার্চ পর্যন্ত সেখানে বিভিন্ন কর্মশালা, প্রশিক্ষণে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবো। এগুলো অনুষ্ঠিত হবে টোকিও শহরের ওমুরি স্পোর্টস সেন্টারে।

এছাড়া টোকিও’র চেম্বার অব কর্মাসের সঙ্গে বাংলাদেশের সিনেমা সেখানে প্রদর্শন ও সেখানকার লগ্নিকারকদের এদেশের বিনিয়োগের ব্যাপারে আলাপ করবেন বলে জানান। সবকিছু শেষে ৮ এপ্রিল দেশে ফিরবেন বলে জানিয়েছেন একসময়ের আলোচিত এই নায়ক।

উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার বুসানে ‘কোরিয়ান ইউনিভার্সিটি স্পোর্টস ফেস্টিভাল ২০১৭’ কারাতে প্রতিযোগিতায় অংশ নিয়ে রৌপ জিতেছিলেন নায়ক আলেকজান্ডার বো। পরের বছর আবার দক্ষিণ কোরিয়া ওপেন এবং ৩০তম বুসান মেয়রস কাপ কারাতে প্রতিযোগিতা-২০১৮ তে বাংলাদেশের প্রতিনিধি হয়ে অংশ নিয়েছিলেন এই নায়ক।

স্বাগতিক দক্ষিণ কোরিয়াসহ প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশ, জাপান, নাইরেজিরা, সেনেগাল, রাশিয়া, উজবেকিস্তান, চীন, ম্যাকাও, ইন্দোনেশিয়া, নেপাল, পাকিস্তান, মালয়েশিয়া, ফিলিপাইনসহ মোট ১৪ টি দেশ। ওইসব দেশের প্রতিযোগীদের হারিয়ে প্রথমবার সেখানে লালসবুজের পতাকা উড়িয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ।

আলেকজান্ডার বো জাতীয় কারাতে প্রতিযোগিতায় ১৯৯২ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছিলেন টানা ছয়বার। প্রতিবারই গোল্ড মেডেল পেয়েছেন। এ ছাড়া সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়ন ১৯৯৭ সালে নির্বাচিত হয়েছে। যেটা দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। এছাড়া ১৯৯৮ সালে রাশিয়াতে ইউরোপিয়ান কারাতে প্রযোগিতায় অংশ নিয়ে রানারআপ হয়েছিলেন ‘ম্যাডাম ফুলি’ ছবির এই নায়ক।

যোগ করে আলেকজান্ডার বলেন, মাঝে কয়েকবছর বিরতি ছিল। কিন্তু এখন নিয়মিত খেলাধুলার সঙ্গে আছি। বর্তমানে বাংলাদেশ কারাতে ফেডারেশনের নির্বাচিত সদস্য (কাউন্সিল মুন্সিগঞ্জ জেলা)। আগামীতেও থাকবো। আমি মনে করি, দেশের জন্য কোনো সম্মান বয়ে আনতে পারার মতো তৃপ্তি কিছুতে নেই।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com