শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হানি ট্র্যাপে ফেলে অর্থ আদায়: গ্রেফতার ৭ রাঙামাটিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান রাজশাহীতে শিক্ষককে হত্যার চেষ্টা মামলায় ছাত্রীকে পাঠানো হলো কিশোরী উন্নয়ন কেন্দ্রে টাঙ্গাইলে স্ত্রীর প্রতারণার শিকার হয়ে স্বামীর সংবাদ সম্মেলন স্বদেশ ইসলামী লাইফের ভারপ্রাপ্ত সিইও হলেন এ জেড কাওছার লালমনিরহাটে বিএসটিআই’র মোবাইল কোর্টে ৩টি প্রতিষ্ঠানকে ১৩হাজার টাকা জরিমানা স্ত্রীর বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলা করলেন সেই নির্যাতিত অফিসার কুড়িগ্রামে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলো অসংখ্য নারী-পুরুষ লিগ্যাল নোটিশ প্রসঙ্গে গার্ডিয়ান লাইফ এর বক্তব্য রাজশাহীতে জাল নোটসহ প্রতারক চক্রের মূলহোতা গ্রেপ্তার
অলিম্পিক গেমসকে উদ্দেশ্য করে জাপান যাচ্ছেন আলেকজান্ডার বো

অলিম্পিক গেমসকে উদ্দেশ্য করে জাপান যাচ্ছেন আলেকজান্ডার বো

বিনোদন ডেস্কঃ জাপানের রাজধানী টোকিওতে ২০২০ সালের জুলাই থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘অলিম্পিক গেমস’-এর আসর। আসন্ন অলিম্পিকে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে কারাতে প্রতিযোগিতা। ওই প্রতিযোগিতায় অংশ নেয়ার ট্রেনিং এবং কয়েকটি সেমিনারে অংশ নিতে বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত ১২ টার ফ্লাইটে টোকিও যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়ক আলেকজান্ডার বো।

সেখানাকার সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল ফেডারেশনের (এসকেইএফ) আয়োজন করেছে একটি সম্মেলনের, যেখানে সংগঠনটির সদস্য দেশগুলোর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। বিশ্বের যেসব দেশ কারাতে খেলে থাকে তারাই এসকেইএফ-এর সদস্য। আলেকজান্ডার বো হলেন এসকেইএফ-এর বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট। তার সঙ্গে আছেন আরেক ভাইস প্রেসিডেন্ট মইনুল হোসেন।

মূলত তারা দুজনেই বাংলাদেশ কারাতে ফেডারেশনের সদস্য। আলেকজান্ডার বো এবং মইনুল হোসেন দুজনেই সেখানে যাচ্ছেন। চিত্রনায়ক আলেকজান্ডার বো চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে এসব তথ্য জানান।

তিনি বলেন, অলিম্পিক গেমসকে উদ্দেশ্য করেই জাপানে যাচ্ছি। সেখানে অলিম্পিক গেমসে বিভিন্ন নিয়মকানুন জানানো হবে।

এবারই প্রথম অলিম্পিকে যুক্ত হয়েছে কারাতে। তাই কিছু ট্রেনিং নিতে হবে বলে জানালেন নায়ক আলেকজান্ডার। বাংলাদেশ আসন্ন অলিম্পিকে কারাতে-তে অংশ নিচ্ছে কিনা জানতে চাইলে আলেকজান্ডার বো বলেন, কিছুটা সন্দেহ আছে। পয়েন্টের উপর নির্ভর করছে। সবকিছু পরিষ্কারভাবে বোঝা যাবে (এসকেইএফ)-এর ট্রেনিং এবং সেমিনারের পরে। তিনি বলেন, ২৯-৩১ মার্চ পর্যন্ত সেখানে বিভিন্ন কর্মশালা, প্রশিক্ষণে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবো। এগুলো অনুষ্ঠিত হবে টোকিও শহরের ওমুরি স্পোর্টস সেন্টারে।

এছাড়া টোকিও’র চেম্বার অব কর্মাসের সঙ্গে বাংলাদেশের সিনেমা সেখানে প্রদর্শন ও সেখানকার লগ্নিকারকদের এদেশের বিনিয়োগের ব্যাপারে আলাপ করবেন বলে জানান। সবকিছু শেষে ৮ এপ্রিল দেশে ফিরবেন বলে জানিয়েছেন একসময়ের আলোচিত এই নায়ক।

উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার বুসানে ‘কোরিয়ান ইউনিভার্সিটি স্পোর্টস ফেস্টিভাল ২০১৭’ কারাতে প্রতিযোগিতায় অংশ নিয়ে রৌপ জিতেছিলেন নায়ক আলেকজান্ডার বো। পরের বছর আবার দক্ষিণ কোরিয়া ওপেন এবং ৩০তম বুসান মেয়রস কাপ কারাতে প্রতিযোগিতা-২০১৮ তে বাংলাদেশের প্রতিনিধি হয়ে অংশ নিয়েছিলেন এই নায়ক।

স্বাগতিক দক্ষিণ কোরিয়াসহ প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশ, জাপান, নাইরেজিরা, সেনেগাল, রাশিয়া, উজবেকিস্তান, চীন, ম্যাকাও, ইন্দোনেশিয়া, নেপাল, পাকিস্তান, মালয়েশিয়া, ফিলিপাইনসহ মোট ১৪ টি দেশ। ওইসব দেশের প্রতিযোগীদের হারিয়ে প্রথমবার সেখানে লালসবুজের পতাকা উড়িয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ।

আলেকজান্ডার বো জাতীয় কারাতে প্রতিযোগিতায় ১৯৯২ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছিলেন টানা ছয়বার। প্রতিবারই গোল্ড মেডেল পেয়েছেন। এ ছাড়া সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়ন ১৯৯৭ সালে নির্বাচিত হয়েছে। যেটা দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। এছাড়া ১৯৯৮ সালে রাশিয়াতে ইউরোপিয়ান কারাতে প্রযোগিতায় অংশ নিয়ে রানারআপ হয়েছিলেন ‘ম্যাডাম ফুলি’ ছবির এই নায়ক।

যোগ করে আলেকজান্ডার বলেন, মাঝে কয়েকবছর বিরতি ছিল। কিন্তু এখন নিয়মিত খেলাধুলার সঙ্গে আছি। বর্তমানে বাংলাদেশ কারাতে ফেডারেশনের নির্বাচিত সদস্য (কাউন্সিল মুন্সিগঞ্জ জেলা)। আগামীতেও থাকবো। আমি মনে করি, দেশের জন্য কোনো সম্মান বয়ে আনতে পারার মতো তৃপ্তি কিছুতে নেই।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com