শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০১:২০ অপরাহ্ন
বিনোদন ডেস্কঃ এক ঘনঘোর অমানিশার সময় পার করেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সেই সময় মুখ ফিরিয়ে নিয়েছিল অনেকেই, ছেড়েছিল হাত। কিন্তু ওসবসময় কাছের হয়ে প্রভাকে স্বাভাবিক রাখার চেষ্টা করেছেন যিনি তার নাম ফারহানা হামিদ। ইতিবাচকভাবে চিন্তা করে অভিনেত্রীকে বিশ্বাসের ভেতর ফিরিয়েছিলেন।
তাই তো এমন বন্ধুর প্রতি কৃতজ্ঞতা অসীম। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি ছবি পোস্ট করেছেন প্রভা। সাথে জুড়ে দিয়েছেন কৃতজ্ঞতার যত বিশেষণ। সেইসব বাক্যেই জানা যায় পৃথিবীকে নতুনভাবে আবিষ্কার করেন বন্ধু ফারহানার মাধ্যমে।
প্রভা ফেসবুক হ্যান্ডেলে লিখেছেন, ‘সবাই বলে আমি খুব ভাগবান। কারণ আমার কাছে ফারহানা হামিদ আছে আছে। তুই একটা কনফেস বক্স তুই পৃথিবীটাকে পজিটিভলই দেখাতে শেখানো মানুষ। আমি বিশ্বাস করি তুই আমার জীবনের মিরাকল।’
দুঃসময়ের কথা উল্লেখ করে প্রভা বলেন, ‘আমি তোর বন্ধু হওয়ার কোনো যোগ্যতাই রাখি না। তবুও জগতের সবাই যখন হাত ছেড়েছিল তখন শুধু তুই আমাকে তোর বুকে আগলে রেখেছিলি। আমাকে হাত ধরে ইউনিভার্সিটি নিয়ে যাওয়া। অনেক ভিড়ে মাথা উঁচু করে হাঁটতে শেখানো। সবটাই পেরেছি তোর জন্য।’
বন্ধুকে ধন্যবাদের অজস্রতায় ভাসিয়ে লিখেছেন, ‘থ্যাঙ্কস আ লট ফারহানা, আমার জীবনে তুই থাকার জন্যে। আমি আসলেই অনেক ভাগ্যবান আমার কাছে ফারহানা আছে। হ্যাপি বার্থডে মাই মিরাকল।’