শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১২:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ছাত্রীদের মারধর করায় গণবিক্ষোভের জেরে পদত্যাগ পত্রে স্বাক্ষর করলেন প্রধান শিক্ষক বীর চট্টগ্রামের গর্বিত সন্তান নাদিম চৌধুরীকে কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সভাপতি হিসেবে দেখতে চাই নরসিংদীর মনোহরদীতে ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা সংগ্রামের গল্প: ভোলার সন্তান আব্দুল্লাহ আল মামুন তালুকদার একজন নেতা, একজন স্বপ্নদ্রষ্টা কটিয়াদীতে ৬ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার মির্জাপুরে স্কুল শিক্ষক বসতবাড়ি আগুনে পুড়ে ছাই রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগে পুনর্মিলনী উপলক্ষে আহ্বায়ক কমিটি গঠন চুক্তি মেনেই সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে: ভারত ইপিজেড ক্লাবের দোয়া মাহফিল অনুষ্ঠিত
‘ও বেবি’র জন্য অপেক্ষায় সামান্থা।

‘ও বেবি’র জন্য অপেক্ষায় সামান্থা।

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনের অন্যতম শীর্ষ অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। টলিউডে একের পর এক হিট ছবি দিয়ে চলেছেন। এ বছর শুরু হয়েছে দুটো ব্লকবাস্টার সিনেমা দিয়ে—‘সুপার ডিলাক্স’ ও ‘মজিলি’। এখন ‘ও বেবি’র জন্য অপেক্ষা করছেন সামান্থা। কৌতূহল-জাগানিয়া খবর হলো, ‘মানমাধুদু টু’ ছবিতে তাঁর ভূমিকা ছেঁটে ফেলা হয়েছে।

এর আগে খবর বেরিয়েছিল, শ্বশুর নাগার্জুনের আসন্ন ‘মানমাধুদু টু’ ছবির সম্প্রসারিত ক্যামেও ভূমিকায় দেখা যাবে সামান্থাকে। সম্প্রতি পরিচালক রাকুল রবীন্দ্রন তাঁর পুরো টিম নিয়ে পর্তুগালে সামান্থার অংশের শুটিংও সেরেছেন।

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে প্রতিবেদনে জানিয়েছে, টলিপাড়ায় জোর গুঞ্জন, ‘মানমাধুদু টু’ ছবিতে নিজের ভূমিকার জন্য ৩৫ লাখ রুপি পারিশ্রমিক নিচ্ছেন সামান্থা আক্কিনেনি। সূত্রের খবর, তাঁর ক্যামেও রোলের দৈর্ঘ্য মাত্র ৫ মিনিট। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

‘মানমাধুদু টু’ যৌথভাবে প্রযোজনা করছে নাগার্জুনের অন্নপূর্ণা স্টুডিওস, ভায়াকম-১৮ ও আনন্দি আর্ট ক্রিয়েশনস। নির্মাতারা সম্প্রতি এ ছবির সম্প্রসারিত অংশ পর্তুগালে সম্পন্ন করেছেন।

এর আগে সাক্ষাৎকারে নিজের ভূমিকা নিয়ে মুখ খুলেছিলেন সামান্থা। একটি বিনোদন পোর্টালকে তিনি বলেন, “‘মানমাধুদু টু’ ছবির সম্প্রসারিত ক্যামেওতে আমি দারুণ ভূমিকায় রয়েছি। এ মুহূর্তে আমার চরিত্র সম্পর্কে কিছু প্রকাশের অনুমতি নেই, কিন্তু সেটি সিনেমার গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে।”

এই ছবিতে আরো রয়েছেন লক্ষ্মী, ভেন্নেলা কিশোর, দেবদর্শিনী, রাও রমেশ, নাসের ও অক্ষরা গৌড়া প্রমুখ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com