শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হানি ট্র্যাপে ফেলে অর্থ আদায়: গ্রেফতার ৭ রাঙামাটিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান রাজশাহীতে শিক্ষককে হত্যার চেষ্টা মামলায় ছাত্রীকে পাঠানো হলো কিশোরী উন্নয়ন কেন্দ্রে টাঙ্গাইলে স্ত্রীর প্রতারণার শিকার হয়ে স্বামীর সংবাদ সম্মেলন স্বদেশ ইসলামী লাইফের ভারপ্রাপ্ত সিইও হলেন এ জেড কাওছার লালমনিরহাটে বিএসটিআই’র মোবাইল কোর্টে ৩টি প্রতিষ্ঠানকে ১৩হাজার টাকা জরিমানা স্ত্রীর বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলা করলেন সেই নির্যাতিত অফিসার কুড়িগ্রামে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলো অসংখ্য নারী-পুরুষ লিগ্যাল নোটিশ প্রসঙ্গে গার্ডিয়ান লাইফ এর বক্তব্য রাজশাহীতে জাল নোটসহ প্রতারক চক্রের মূলহোতা গ্রেপ্তার
‘ও বেবি’র জন্য অপেক্ষায় সামান্থা।

‘ও বেবি’র জন্য অপেক্ষায় সামান্থা।

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনের অন্যতম শীর্ষ অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। টলিউডে একের পর এক হিট ছবি দিয়ে চলেছেন। এ বছর শুরু হয়েছে দুটো ব্লকবাস্টার সিনেমা দিয়ে—‘সুপার ডিলাক্স’ ও ‘মজিলি’। এখন ‘ও বেবি’র জন্য অপেক্ষা করছেন সামান্থা। কৌতূহল-জাগানিয়া খবর হলো, ‘মানমাধুদু টু’ ছবিতে তাঁর ভূমিকা ছেঁটে ফেলা হয়েছে।

এর আগে খবর বেরিয়েছিল, শ্বশুর নাগার্জুনের আসন্ন ‘মানমাধুদু টু’ ছবির সম্প্রসারিত ক্যামেও ভূমিকায় দেখা যাবে সামান্থাকে। সম্প্রতি পরিচালক রাকুল রবীন্দ্রন তাঁর পুরো টিম নিয়ে পর্তুগালে সামান্থার অংশের শুটিংও সেরেছেন।

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে প্রতিবেদনে জানিয়েছে, টলিপাড়ায় জোর গুঞ্জন, ‘মানমাধুদু টু’ ছবিতে নিজের ভূমিকার জন্য ৩৫ লাখ রুপি পারিশ্রমিক নিচ্ছেন সামান্থা আক্কিনেনি। সূত্রের খবর, তাঁর ক্যামেও রোলের দৈর্ঘ্য মাত্র ৫ মিনিট। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

‘মানমাধুদু টু’ যৌথভাবে প্রযোজনা করছে নাগার্জুনের অন্নপূর্ণা স্টুডিওস, ভায়াকম-১৮ ও আনন্দি আর্ট ক্রিয়েশনস। নির্মাতারা সম্প্রতি এ ছবির সম্প্রসারিত অংশ পর্তুগালে সম্পন্ন করেছেন।

এর আগে সাক্ষাৎকারে নিজের ভূমিকা নিয়ে মুখ খুলেছিলেন সামান্থা। একটি বিনোদন পোর্টালকে তিনি বলেন, “‘মানমাধুদু টু’ ছবির সম্প্রসারিত ক্যামেওতে আমি দারুণ ভূমিকায় রয়েছি। এ মুহূর্তে আমার চরিত্র সম্পর্কে কিছু প্রকাশের অনুমতি নেই, কিন্তু সেটি সিনেমার গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে।”

এই ছবিতে আরো রয়েছেন লক্ষ্মী, ভেন্নেলা কিশোর, দেবদর্শিনী, রাও রমেশ, নাসের ও অক্ষরা গৌড়া প্রমুখ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com