শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৩:১৩ পূর্বাহ্ন
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে মালয়েশিয়াতে সঞ্জয় লীলা বনসালির ম্যাগনাম ওপাস ‘পদ্মাবত’ প্রদর্শন নিষিদ্ধ করেছে মালয়েশীয় সেন্সর বোর্ড। মালয়েশিয়ার জাতীয় চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ জামবেরি আবদুল আজিজ বলেন, ছবিটিতে এমন কিছু বিষয় আছে যা দর্শকদের ক্ষুব্ধ করতে পারে। তাই, আমরা এর প্রদর্শনী নিষিদ্ধ করছি।
একটি মালয়েশীয় গণমাধ্যমকে আবদুল আজিজ বলেন, ছবিটির স্টোরি-লাইনে এমন কিছু আছে যা ইসলাম ধর্মের সহানুভূতিশীলতাকে আঘাত হানতে পারে। মুসলিমপ্রধান এই দেশে এটি একটি গুরুতর উদ্বেগের বিষয় বলেই আমি মনে করি।
তবে তিনি ছবিটির মালয়েশীয় পরিবেশকদের ছবিটি প্রদর্শন নিষিদ্ধ করার বিরুদ্ধে ফিল্ম আপিল কমিটিতে একটি আপিল দায়ের করতে বলেন আজ।
তিনি আরো বলেন, আপিল দায়েরের আগে আমরা আর কিছু বলতে পারছি না। আপিল কমিটি কী সিদ্ধান্ত নেয় তার ওপরই আমাদের পরবর্তী মন্তব্য নির্ভর করছে।
সূত্র : ডেকন ক্রনিকল