রবিবার, ০৬ Jul ২০২৫, ১১:২৫ অপরাহ্ন

প্রায় এক যুগ পর অভিনয়ে ফিরছেন শিল্পা শেঠি

প্রায় এক যুগ পর অভিনয়ে ফিরছেন শিল্পা শেঠি

বিনোদন ডেস্ক: প্রায় এক যুগ পর অভিনয়ে ফিরছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। ২০০৭ সালে ‘আপনে’ ছবিতে তাকে শেষ অভিনয় করতে দেখা গিয়েছিল। তারপর যদিও ‘দোস্তানা’ ও ‘ঢিশক্যাঁও’ ছবিতে তাকে আইটেম ডান্সে দেখা যায়, কিন্তু কোনো ছবিতে অভিনয় করেননি।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ছেলে ভিভানের জন্মের পর ৪৪ বছর বয়সী এই অভিনেত্রী অভিনয় থেকে দূরে ছিলেন। পরিবারকে সময় দেয়ার জন্যই তার এই বিরতি। তবে ‘নাচ বলিয়ে’, ‘ঝলক দিখলা যা’, ‘সুপার ডান্সার’-এর মতো শোতে তাকে দেখা যায় ঠিকই।

বেশি সময় লাগে এমন কাজে হাত দেননি এতদিন। এখন ছেলে ভিভান বড় হয়েছে। তাই তিনি অভিনয়ে ফিরছেন।

এ বছর দুটি ছবিতে তিনি হাত দিচ্ছেন। তবে সেই ছবি দুটির সম্পর্কে কিছু বলেননি অভিনেত্রী। ছবি দুটির নাম খুব শিগগিরই ঘোষণা দেয়া হবে।

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে শিল্পা শেঠি বলেন, আমার টেবিলে এ মুহূর্তে পাঁচটা স্ক্রিপ্ট পড়ে আছে। যেটা ভালো লাগবে, করব।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com