শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ছাত্রীদের মারধর করায় গণবিক্ষোভের জেরে পদত্যাগ পত্রে স্বাক্ষর করলেন প্রধান শিক্ষক বীর চট্টগ্রামের গর্বিত সন্তান নাদিম চৌধুরীকে কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সভাপতি হিসেবে দেখতে চাই নরসিংদীর মনোহরদীতে ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা সংগ্রামের গল্প: ভোলার সন্তান আব্দুল্লাহ আল মামুন তালুকদার একজন নেতা, একজন স্বপ্নদ্রষ্টা কটিয়াদীতে ৬ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার মির্জাপুরে স্কুল শিক্ষক বসতবাড়ি আগুনে পুড়ে ছাই রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগে পুনর্মিলনী উপলক্ষে আহ্বায়ক কমিটি গঠন চুক্তি মেনেই সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে: ভারত ইপিজেড ক্লাবের দোয়া মাহফিল অনুষ্ঠিত
ক্ষমা না চাইলে কঙ্গনা রানাউতকে বয়কট করা হবে!

ক্ষমা না চাইলে কঙ্গনা রানাউতকে বয়কট করা হবে!

বিনোদন ডেস্ক : বিতর্ক থেকে তিনি দূরে থাকতে পারেন না। তার নতুন ছবি ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’র একটি গান লঞ্চের অনুষ্ঠানে এক সাংবাদিকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কঙ্গনা রানাউত।

কথা কাটাকাটি এত দূর গড়ায় যে, মুম্বাইয়ের এন্টারটেনমেন্ট জার্নালিস্টস গিল্ড অব ইন্ডিয়ার দশ জন সিনিয়র সাংবাদিকের একটি দল মঙ্গলবার একতা কাপূরের অফিসে গিয়ে তার সঙ্গে দেখা করেন।

তাদের দাবি, একতা ও তার প্রযোজনা সংস্থার পক্ষ থেকে কঙ্গনার আচরণের নিন্দা করে লিখিত বয়ান দিতে হবে। সেই দাবি মেনে নিলেন একতা।

সোশ্যাল মিডিয়ায় একতা লেখেন, ‘যদিও নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে কথা কাটাকাটি করেছেন দু’জন। কিন্তু ঘটনাটা ঘটেছে আমাদের ছবির প্রচার অনুষ্ঠানে। ফলে প্রযোজক হিসাবে ওই অবাঞ্ছিত ঘটনার জন্য আমরা ক্ষমা চাইছি।’

 

কঙ্গনার ওই কীর্তির সময়ে মঞ্চে একতা উপস্থিত ছিলেন বলেই, সাংবাদিকরা তার কাছে আবেদন জানিয়েছিলেন। তবে কঙ্গনা কী করবেন, তার দায় নিতে চাননি একতা। যদিও সোশ্যাল ওয়ালে মঙ্গলবার কঙ্গনার বোন রঙ্গোলি স্পষ্ট করে দিয়েছেন, কঙ্গনা ক্ষমা চাইবেন না।

এই পরিস্থিতিতে সাংবাদিকদের যৌথ সিদ্ধান্ত, আগামী ছবির জন্য কোনও প্রচার কঙ্গনাকে দেওয়া হবে না। কোনও অনুষ্ঠানে কঙ্গনা এলে, ইভেন্ট শুরু হওয়ার আগেই তাকে সেই জায়গা ছেড়ে চলে যেতে হবে।

কঙ্গনার সঙ্গে সংশ্লিষ্ট সাংবাদিকের বাদানুবাদের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। দেখা যাচ্ছে, সাংবাদিককে প্রশ্ন শেষ করার সুযোগ না দিয়ে কঙ্গনা তাকে বিশ্রী ভাষায় আক্রমণ করছেন।

তার রাগের কারণ, ওই সাংবাদিক কেন তার ছবি ‘মণিকর্ণিকা’র খারাপ রিভিউ করেছেন? তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ক্যাম্পেন করছেন বলেও সংশ্লিষ্ট সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ তোলেন কঙ্গনা।

বছর পাঁচেক আগে এক চিত্রসাংবাদিকের সঙ্গে সালমান খানের নিরাপত্তারক্ষীদের কথা কাটাকাটির পরে পরিস্থিতি গম্ভীর হয়ে ওঠে। ‘দ্য বম্বে নিউজ ফোটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন’-এর তরফ থেকে নির্দেশ দেওয়া হয়, কোনও অনুষ্ঠানে সালমানের ছবি তোলা হবে না।

যদিও সালমান সে সবের তোয়াক্কা করেননি। কঙ্গনা এ বার কী করেন, সেটাই দেখার।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com