শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৩:৫০ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক: আসছে ঈদ উৎসবে টিভি পর্দায় থাকছেন কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। মৃত্যুর সাত বছর পরও জনপ্রিয় এই কথাসাহিত্যিক থাকবেন এবারের ঈদ অনুষ্ঠানে। ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ১১টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ে দেখানো হবে হুমায়ূন আহমেদ রচিত ও পরিচালিত সাতটি পুরনো নাটক।
‘গ্রামীণফোন এক্সক্লুসিভ’ শিরোনামের এ আয়োজনে ঈদের দিন দেখানো হবে নাটক ‘বুয়া বিলাস’। পরের দিন থেকে পর্যায়ক্রমে দেখানো হবে ‘মহান চিকিৎসক ওয়াং পি’, ‘আমরা তিনজন’, ‘চার দুকোনে চার’, ‘জলে ভাসা পদ্ম’, ‘মীরার দিন রাত্রী’ ও ‘রহস্য’।
নাটকগুলোতে দেখা যাবে হুমায়ূন আহমেদের নাটকের নিয়মিত শিল্পীদের—মেহের আফরোজ শাওন, রিয়াজ, স্বাধীন খসরু, জয়ন্ত চট্টোপাধ্যায়, এজাজুল ইসলাম, আসাদুজ্জামান নূর, চ্যালেঞ্জার, বিদ্যা সিনহা মিম, নাজনীন নাজ, ফারুক আহমেদ, সালেহ আহমেদ ও মুনিরা মিঠু প্রমুখ।