রবিবার, ০৬ Jul ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন
বিনোদন ডেস্ক:
বিয়ে করেছেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। বরের নাম গোলাম মো. ইফতেখার। বন্ধুমহলে তিনি গহীন নামে পরিচিত। পেশায় একজন ব্যবসায়ী। পারিবারিক সম্মতিতেই এই বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। তিনমাস আগে বিয়ে হলেও আজ বৃহস্পতিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কনা।
একেবারে ঘরোয়া পরিবেশে পারিবারিক সদস্যদের নিয়ে গত ২১ এপ্রিল বিয়ে সম্পন্ন হয়েছে তবে এখনো আয়োজন বা আনুষ্ঠানিকতা হয়নি। এ বিষয়ে কনা কালের কণ্ঠকে বলেন, ‘সবকিছুই যেহেতু পারিবারিকভাবেই হয়েছে সেহেতু পারিবারিকভাবেই বিয়ের আয়োজন করা হবে। এখন পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি কবে আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।’
কনার স্বামী গোলাম মো. ইফতেখারের বেড়ে ওঠা ও পড়াশোনা ঢাকায়। পেশায় ব্যবসায়ী তিনি। দীর্ঘ সাত বছরের প্রেম গহীন ও কনার। মাঝেমধ্যে দুজনের সম্পর্ক নিয়ে জল্পনাকল্পনা চললেও দুজনের কেউই মুখ ফুটে কিছু বলেননি। কনা ২০১৬ সালে একবার বলেছিলেন, সে বছরই বিয়ে করছেন তিনি। এমনকি প্রস্তুতিও নাকি নিয়ে রেখেছেন। তবে ২০১৯ এ এসে তা সম্পন্ন হলো।