বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৬ পূর্বাহ্ন
চার্চ অব সাইন্টোলজির কঠিন নিয়ম কানুনের জন্য মেয়ে সুরির (১১) সঙ্গে পাঁচ বছর ধরে দেখা নেই টম ক্রুজের। এ কারণে ধর্ম ত্যাগ করতে প্রস্তুত ৫৬ বছর বয়সী এই হলিউড অভিনেতা। ২০১২ সালের আগস্টে বাবা-মেয়েকে সর্বশেষ প্রকাশ্যে দেখা গেছে ফ্লোরিয়ার ডিজনির একটি পার্কে।
হোমস কেটির কাছের একটি সূত্রের তথ্যানুযায়ী, মেয়েকে ফিরে পেতে চাইলে চার্চ থেকে বের হয়ে আসতে হবে টমকে। আর এ কারণেই ধারণা করা হচ্ছে, জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন এ হলিউড অভিনেতা।
২০১২ সালে অভিনেত্রী কেটি হোমসের সঙ্গে ডিভোর্স হয় টম ক্রুজের। এর পর থেকে মায়ের কাছেই রয়েছে মেয়ে সুরি। ডিভোর্সের পর সাইন্টোলজি ছেড়ে ক্যাথলিক চার্চে ফিরে যান কেটি। টমের অনুপস্থিতিতে একা একা মেয়েকে লালন-পালন করতে গিয়ে হাপিয়ে উঠেছেন ৩৯ বছর বয়সী কেটি। অন্যদিকে বাবা ছাড়া সুরির বেড়ে উঠা কঠিন হয়ে পড়ছে।
উল্লেখ্য, ১৯৯০ সালে সাইন্টোলজিতে যোগ দেওয়ার পর টম এ ধর্মটির পক্ষে নানান উদ্যোগ নেয়। তাই দীর্ঘদিন পালন করা নিয়মকানুন ছেড়ে দেওয়া হয়ত কঠিনই হবে টমের পক্ষে। সূত্র: হলিউডলাইফ ডট কম