শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:২৯ পূর্বাহ্ন
আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নতুন আসর। মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে আগামী ২৯ মার্চ শুরু হবে টুর্নামেন্টটির ১৩তম আসর। আগের ১২ আসরে আইপিএল মাতিয়েছেন বিশ্বসেরা সব ক্রিকেটাররা। এ আসরেও মেলা বসবে সময়ের সেরা সব ক্রিকেটারদের। তবে আইপিএলে কোটি কোটি টাকায় বিক্রি হওয়া ক্রিকেটাররা যেমন দুর্দান্ত ব্যাটিং-বোলিং করে গড়েছেন একের পর এক রেকর্ড তেমনি বাজে পারফরম্যান্সে লজ্জার রেকর্ড গড়ার নজিরও রয়েছে অনেকের।
আইপিএলে এক ম্যাচে সর্বোচ্চ রান দেওয়ার লজ্জার রেকর্ডটির মালিক বাসিল থাম্পি। সানরাইজেস হায়দরাবাদের হয়ে ১১তম আসরে ৪ ওভারে ৭০ রান দিয়ে উইকেট শূন্য থাকেন তিনি। ২০১৮ সালের সে আসরে রয়েল চ্যালেঞ্জার্সের বিপক্ষে থাম্পি এ লজ্জার রেকর্ড গড়েন। থাম্পির আগে লজ্জার এ রেকর্ডের মালিক ছিলেন ভারতীয় পেসার ইশান্ত শর্মা। ২০১৩ সালে ষষ্ঠ আসরে সানরাইজেসের জার্সিতেই চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৪ ওভারে ৬৬ রান দিয়ে উইকেট শূন্য থেকেছিলেন ইশান্ত শর্মা। দীর্ঘ পাঁচ বছর লজ্জার রেকর্ডটির মালিক ছিলেন তিনি। এছাড়া সর্বশেষ আসরে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে আফগান বোলার মুজিবুর রহমানও ৪ ওভারে ৬৬ রান দিয়েছিলেন। মুজিবুরও হায়দরাবাদের বিপক্ষে সে ম্যাচে কোনো উইকেটের দেখা পাননি। তবে থাম্পির জন্য স্বস্তির খবর হচ্ছে, আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এক ম্যাচে এর চেয়েও বেশি রান দেওয়ার নজির রয়েছে। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চ রান দেওয়ার লজ্জার রেকর্ডের মালিক লঙ্কান বোলার কাসুন রাজিথা। এ বোলার চলটি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ ওভার বোলিং করে রান দিয়েছেন ৭৫। এছাড়া তুর্কি বোলার তানহান তুরান চেক রিপাবলিকের বিপক্ষে এক ম্যাচে ৪ ওভারে ৭০ রান দিয়েছেন।