বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১১:০৩ অপরাহ্ন
বিনোদন ডেস্ক: প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মাল্টিমিডিয়ার ব্যানারে ইউটিউবে অবমুক্ত হয়েছে নতুন শর্টফিল্ম ‘বুলেট অব লাভ’। কাজী বাহাদুর হিমুর গল্প ও পরিচালনায় শর্টফিল্মে অভিনয় করেছেন একে খান, সায়মা রুশা, মাহী, স্বাক্ষ্য, অন্তিক, লাভলী ও আরো অনেকে। শর্টফিল্মের গল্প এগিয়ে গেছে আন্ডারওয়ার্ল্ডর একজন খুনীর প্রেম ঘটনা নিয়ে। নানা নাটকীয়তার পর দারুন এক পরিণতিতে শেষ হয় শর্টফিল্মের গল্প।
এক্সওয়াইজেড প্রযোজিত এই শর্টফিল্ম প্রসঙ্গে পরিচালক কাজী বাহাদুর হিমু বলেন, ‘এই শর্টফিল্মে আমি আসলে সত্যি সত্যি একটা ছোটো সিনেমার গল্প বলতে চেয়েছি। ফ্লেভারটা একেবারে আমাদের দেশীয় ফিল্মের। সেকারণে শর্টফিল্মে একটা গানও রেখেছি। আশা করছি শ্রোতারা সব পছন্দ করবেন।’ জানা গেছে শিগগিরই লায়নিক মাল্টিমিডিয়া থেকে গানটি আলাদা মুক্তি পাবে।
শর্টফিল্মটি দেখতে ক্লিক করুন নিচের লিংকে…