বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন
বিনোদন ডেস্ক: করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থতের সহায়তার জন্য কিছুদিন আগে ‘পিএম-কেয়ারস’ নামে একটি ফান্ড চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে প্রথম অনুদান দিয়েছিলেন অক্ষয় কুমার। নিজের জমানো অর্থ থেকে ২৫ কোটি রুপি অনুদান দেন বলিউডের এই তারকা।
শুধু ‘পিএম-কেয়ারস’-এ নয়, পিপিই কিট কেনার জন্যও তিন কোটি অনুদান দেন এই খিলাড়ি তারকা। এবার ৫২ বছর বয়সী এই তারকা সিনেমা হলকে আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে- মুম্বাইয়ের গাইতি-গ্যালক্সির হল মালিক মনোজ দেশাইয়ের কাছে তার স্টাফদের সহায়তা করার প্রস্তাব দিয়েছেন অক্ষয় কুমার।
জানা গেছে- লকডাউনের মধ্যে স্টাফদের বেতন দেওয়ার জন্য ব্যাংক লোন নিয়েছেন মনোজ। এ খবরটি অক্ষয়ের নজরে আসতেই তিনি তাকে ফোন করেন।
এ প্রসঙ্গে মনোজ বলেন, “তিনদিন আগে অক্ষয়ের থেকে একটি ফোন আসে। তিনি জানান, যদি এই পরিস্থিতি অব্যাহত থাকে তাহলে তিনি আমাদের আর্থিক সহায়তা করার প্রস্তাব দিয়েছেন। এটি অনেক বড় একটি বিষয় আমাদের জন্য। কিন্তু এই পরিস্থিতির জন্য আমাদের নিজেদেরও অন্য একটি পথ খুঁজে বের করা উচিত। স্টাফদের এ মাসের বেতন পরিশোধ করার জন্য আমরা ফান্ডের মাধ্যমে কিছু অর্থ সংগ্রহ করেছি। কিন্তু হল দীর্ঘ সময়ের জন্য বন্ধ রাখা হবে। কিন্তু আমাদের কোন কর্মী ছাটাই বা কারও বেতন যেন কাটা না হয় এ বিষয়ে নজর রাখবো আমরা।”