মিডিয়াপাড়ায় গত কয়েকমাস যাবত খুব আলোচনায় বাংলা চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। অস্ট্রেলিয়ায় ঘরবন্দি জীবনযাপন করছেন তিনি। ঘরবন্দি থাকার ফলে তার বাসার মজুত রাখা খাবার শেষ হয়েছে, বর্তমানে খাবার সংকটে আছেন তিনি, এমন সংবাদ গণমাধ্যমে আসে। আর এ খবরে বেশ চটেছেন বিউটিকুইন এই নায়িকা।
শাবনূর জানান, ইউটিউবে মানুষ যা ইচ্ছা করছেন, আর সেটা নিয়েই গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হচ্ছে। আমি বিব্রত, কারণ সংবাদটি করার আগে আমার সাথে যোগাযোগ করা উচিত ছিল। আমাকে না জানিয়ে সংবাদ পরিবেশন করার কোনো মানেই হয় না। যারা এ সংবাদটি করছেম তাদের বোঝা উচিত ছিল যে কি করছি। তথ্য ঠিক আছে কি না? তা যাচাই করা প্রয়োজন ছিল।
শাবনূর আরও জানান, বর্তমানে অস্ট্রেলিয়াতে মা, ছোটবোন এবং আমার ছেলেসহ সবাই একসঙ্গে আছি। আমরাও একপ্রকার লকডাউনের মধ্যেই আছি। সবাই এক সঙ্গে গল্পগুজব করে দিন কাটাচ্ছি। তাছাড়া সময় পেলে ঘুরেও বেড়াচ্ছি। কয়েকদিন আগেই পরিবারের সকলে মিলেই বাসার কাছেই আপেল বাগান থেকে ঘুরে আসলাম।
দর্শকদের উদ্দেশে শাবনূর বলেন, করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের জনগণ ও আমার ভক্তদের বলব তারা প্রত্যেকেই যেন সরকারি নিয়ম মেনে চলাচল করি। করোনাভাইরাস ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় থাকার পাশাপাশি অতি জরুরি প্রয়োজন ছাড়া যেন ঘর থেকে বের না হই। দয়া করে আপনারা ঘরে থাকুন নিরাপদে থাকুন। নিজে নিরাপদে থাকুন, অন্যকে নিরাপদে রাখুন।