বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৭:০২ অপরাহ্ন
বিনোদন ডেস্ক: ২৯ এপ্রিল বলিউড হারায় তাঁর অন্যতম সেরা অভিনেতা ইরফান খানকে। তার মৃত্যু শোক কাটিয়ে উঠতে না উঠতেই এবার প্রয়াত এই অভিনেতার নামে নামকরণ করা হল মহারাষ্ট্রের একটি গ্রামের। খবর ভারতীয় গণমাধ্যম জি নিউজ বাংলা’র।
তারা জানায়, মহারাষ্ট্রের ইগতপুরি নামে একটি গ্রামের নতুন নামকরণ করা হয়েছে ইরফান খানের নামে। ওই গ্রামে নিজের বাগান বাড়ি তৈরি করবেন বলে জমি কিনেছিলেন ইরফান। এরপর সেখানকার দুঃস্থ পরিবারের সন্তানদের পড়াশোনার দায়িত্ব নিতে সেই গ্রামে স্কুল খুলতে উদ্যোগী হন ইরফান। সেখানকার দুঃস্থ শিশুদের বইপত্রও কিনে দেন ইরফান।
এসবের পাশাপাশি গ্রামের মানুষের জন্য কিনে দেন অ্যাম্বুলেন্স। ফলে তাঁর মৃত্য়ুর পর ইগতপুরির নাম পালটে করা হয়েছে ইরফান খান। স্থানীয় জেলা পরিষদের তরফে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।